ঢাকা , বৃহস্পতিবার, ০২ জানুয়ারী ২০২৫ , ১৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

বাগেরহাটে গৃহবধূকে মারধর, ধর্ষণ চেষ্টার অভিযোগ


আপডেট সময় : ২০২৪-১২-৩০ ০০:১৬:৪৭
বাগেরহাটে গৃহবধূকে মারধর, ধর্ষণ চেষ্টার অভিযোগ বাগেরহাটে গৃহবধূকে মারধর, ধর্ষণ চেষ্টার অভিযোগ
 
 
বাগেরহাট প্রতিনিধিঃ
 
বাগেরহাটে সদর উপজেলার কুলিয়াদাইড় গ্রামে হালিমা বেগম (৩৫) নামে এক নারীকে মারধর ও ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে। স্বামী বাড়িতে না থাকার সুযোগে প্রতিবেশী অনন্ত রাজবংশী তার ঘরে ঢুকে তাকে ধর্ষণের চেষ্টা করেন এবং ব্যর্থ হয়ে মারধর করেন। শুক্রবার (২৭ ডিসেম্বর) বিকেলে ওই নারীর বসত বাড়িতে এ ঘটনা ঘটে। পরে তার ডাক চিৎকারে স্থানীয় বাসিন্দারা এগিয়ে প্রভাবশালী অনন্ত রাজবংশী পালিয়ে যায়। পরে স্থানীয়রা হালিমা বেগম নামের ওই নারীকে বাগেরহাট ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করেন।
 
হাসপাতালে চিকিৎসাধীন ওই নারী বলেন, কয়েক মাস আগে আমার স্বামী মনির সন্তানদের ফেলে অন্যত্র চলে যায়। যার ফলে দুই সন্তান নিয়ে খুবই অসহায় জীবনযাপন করছিলাম। এই সুযোগে প্রভাবশালী অনন্ত রাজবংশী আমাকে বিরক্ত করত। শুক্রবার আমার ঘরে প্রবেশ করে, ধর্ষণের চেষ্টা করে। এবং আমাকে মারধর করে। এসব ঘটনা কাউকে না বলার জন্য এবং কোথাও অভিযোগ দিলে তার কিছু হবে না বলে হুমকি দেয়। আমি আমার উপর হওয়া অন্যায়ের বিচার চাই।
 
এ বিষয়ে কথা বলার জন্য অন্তত রাজবংশীকে বারবার ফোন করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
 
এ বিষয়ে বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সাইদুর রহমান বলেন, মারধরের শিকার ওই নারী হাসপাতালে ভর্তি রয়েছেন। হাসপাতালে তার খোজখবর নিয়েছি। মারধরকারীর বিচারের দাবিতে এলাকার লোকজন পুলিশ সুপারের সাথে দেখা করেছেন। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। তদন্তপূর্বক সঠিক বিচার নিশ্চিত করা হবে।



 

নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ