রাজশাহী মহানগরীতে ধারালো অস্ত্রসহ যুবক গ্রেফতার
রাজশাহী মহানগরীতে ধারালো অস্ত্রসহ যুবক গ্রেফতার
মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: রাজশাহী মহানগরীতে ধারালো অস্ত্র-সহ মোঃ ওয়াসিম আলী কিরন (২৮), নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (২৭ ডিসেম্বর) দিনগত রাত দেড় টায় কাশিয়াডাঙ্গা থানার হড়গ্রাম কাঁচা বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। তবে তার সহযোগী মোঃ নূর ইসলাম বিষু (৩২) পালিয়ে যায়।গ্রেফতার মোঃ ওয়াসিম আলী কিরন, সে মহানগরীর কার্ণহার থানার ডাইংয়ের হাট এলাকার মোঃ আবু বাক্কারের ছেলে।
শনিবার বিকালে এ তথ্য নিশ্চিত করেছে নগর পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সদর), সাবিনা ইয়াসমিন। তিনি জানান, শুক্রবার দিনগত রাত দেড়টায় কাশিয়াডাঙ্গা থানার হড়গ্রাম কাঁচা বাজার এলাকায় দুই ব্যক্তি ধারালো অস্ত্র নিয়ে ঘোরাফেরা করছে। এমন সংবাদের ভিত্তিতে বর্ণীত স্থানে অভিযান চালিয়ে অত্যাধুনিক ধারালো চাকু-সহ মোঃ ওয়াসিম আলী কিরন গ্রেফতার করে কাশিয়াডাঙ্গা থানার অফিসার ইনচার্জ মোঃ কামাল হোসেনের নেতৃত্বে এসআই মোঃ মফিজুল ইসলাম ও সঙ্গীয় ফোর্স। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে তার সহযোগী মোঃ নূর ইসলাম বিষু পালিয়ে যায়। এ ব্যপারে গ্রেফতার ও পলাতক আসামীর বিরুদ্ধে মহানগরীর কাশিয়াডাঙ্গা থানায় একটি মামলা রুজু করা হয়েছে। পলাতক আসামী নূর ইসলামকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। শনিবার সকালে গ্রেফতার আসামী কিরনকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin
কমেন্ট বক্স