সাইসলে দুই মোটর সাইকেল সংঘর্ষে আহত তিন
আপডেট সময় :
২০২৪-১২-২৯ ০০:১৬:২৬
সাইসলে দুই মোটর সাইকেল সংঘর্ষে আহত তিন
মোঃ আইয়ুব চৌধুরী
রাজস্থলী
রাঙ্গামাটির বিলাইছড়ি রাজস্থলীর মাঝামাঝি সাইসলে বেপরোয়া গতির দুই মোটরসাইকেলের মুখোমুখি সংর্ঘষে ৩ আরোহী আহত হয়েছে। শনিবার বিকাল ৩ টায় উপজেলার বিলাইছড়ি সাইসল এলাকায় ঝনার সামনে এ দুর্ঘটনা ঘটে।
আহতরা হলেন, বিলাইছড়ি সাইসল এলাকার আগুন চাকমা (২৬) একই এলাকার নন্দ লাল চাকমা (২১) ও শান্তি চাকমা (২৩) প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার বিকালে সাইসল এলাকায় তিন জনে সারা দিন কাজ শেষ করে ঝনায় গোসল করতে যাওয়ার সময় সাইসল সড়কের পাশে ফাঁকা রাস্তায় পরস্পর বিপরীত দিক থেকে বেপরোয়া গতিতে আসা দুই মোটরসাইকেলের মুখোমুখি সংর্ঘষ হয়। এতে ৩ জন আরোহী মারাত্মক আহত হয়েছে। দুর্ঘটনায় দুটি মোটরসাইকেলই দুমড়ে–মুচড়ে যায়। পথচারীরা তাদেরকে উদ্ধার করে প্রথমে রাজস্থলী উপজেলা সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাদেরকে চমেক হাসপাতালে নিয়ে যাওয়ার প্রস্তুতি চলছে বলে নিশ্চিত করেছেন হাসপাতালের চিকিৎসক আর এম ও ডাঃ নাজিম উদ্দিন।
নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin
কমেন্ট বক্স