ঢাকা , সোমবার, ৩০ ডিসেম্বর ২০২৪ , ১৫ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

নকশিপট ড্রেসমেকিং এন্ড বুটিকস্ সেন্টার ও শো-রুমের শুভ উদ্বোধন


আপডেট সময় : ২০২৪-১২-২৮ ২৩:৫৯:৩৮
নকশিপট ড্রেসমেকিং এন্ড বুটিকস্ সেন্টার ও শো-রুমের শুভ উদ্বোধন নকশিপট ড্রেসমেকিং এন্ড বুটিকস্ সেন্টার ও শো-রুমের শুভ উদ্বোধন



 বুড়িচং কুমিল্লা প্রতিনিধি।। 

কুমিল্লা শহরের অদূরে দৌলতপুর (টিএন্ডটি) মোড়, ভিক্টোরিয়া ডিগ্রী কলেজ রোড এলাকায় নকশিপট ড্রেসমেকিং এন্ড বুটিকস সেন্টার ও নিজস্ব শো- রুমের শুভ উদ্বোধন করা হয়েছে।

গত ২৭ ডিসেম্বর (শুক্রবার) বিকেলে উক্ত শো - রুমের শুভ উদ্বোধন করেন, অনুষ্ঠানের প্রধান অতিথি, (যুগ্ম সচিব) যুব উন্নয়ন অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) মোঃ আব্দুল আখের।

যুব উন্নয়ন অধিদপ্তর, কুমিল্লার উপ-পরিচালক মোঃ সামসুজ্জামান এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক (প্রশাসন) প্রজেষ কুমার সাহা, যুব উন্নয়ন অধিদপ্তর, কুমিল্লার সহকারী পরিচালক মোঃ নজরুল ইসলাম সরকার, আদর্শ সদর উপজেলা যুব উন্নয়ন অফিসার মোঃ রাশেদুল আলম ও দৌলতপুর এলাকার বিশিষ্ট সমাজ সেবক মোঃ হেলাল উদ্দিন বশির। স্বাগত বক্তব্য রাখেন, নকশিপট ড্রেসমেকিং এন্ড বুটিক্স সেন্টারের নিবার্হী পরিচালক মোসা: লাভলী আক্তার।

উল্লেখ্য, কুমিল্লার সফল উদ্যোক্তা ও বিভাগীয় জয়িতা মোসাঃ লাভলী আক্তার কঠোর পরিশ্রমের মাধ্যমে একজন সফল উদ্যোক্তা হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করেছেন এবং সৃস্টি করেছেন "নকশিপট" নামে কর্মসংস্হান। তিনি ২০১৭ সাল থেকে যুব উন্নয়ন অধিদপ্তর, মহিলা বিষয়ক অধিদপ্তর সহ বিভিন্ন প্রতিষ্ঠানের  মাধ্যমে প্রশিক্ষণ গ্রহণ করেন। প্রতিষ্ঠা করেন "নকশিপট যুব মহিলা সংস্থা" নামে সেচ্ছাসেবী সামাজিক সংগঠন। ইত্যিমধ্যে নকশিপটে উৎপাদিত পোশাক স্থানীয় চাহিদা মিটিয়ে বিদেশেও পাঠিয়ে থাকেন বলে জানান।


 

নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ