ঢাকা , শনিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৫ , ১০ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ

সুলতানপুর ব্যাটালিয়ন কর্তৃক অর্ধ কোটি টাকা মূল্যের বিপুল পরিমান মাদক ও বিভিন্ন প্রকার অবৈধ মালামাল জব্দ

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৪-১২-২৮ ২০:১০:৩৪
সুলতানপুর ব্যাটালিয়ন কর্তৃক অর্ধ কোটি টাকা মূল্যের বিপুল পরিমান মাদক ও বিভিন্ন প্রকার অবৈধ মালামাল জব্দ সুলতানপুর ব্যাটালিয়ন কর্তৃক অর্ধ কোটি টাকা মূল্যের বিপুল পরিমান মাদক ও বিভিন্ন প্রকার অবৈধ মালামাল জব্দ



মোঃ অপু খান চৌধুরী।।
সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) এর দায়িত্বপূর্ণ এলাকার কুমিল্লা জেলার সীমান্তবর্তী ব্রাহ্মণপাড়া ও বুড়িচং ও আদর্শ সদর উপজেলার সীমান্ত হতে শংকুচাইল, শশীদল, সালদানদী ও বড়জ্বালা বিওপি এবং ব্রাহ্মণবাড়িয়া জেলার সীমান্তবর্তী কসবা ও আখাউড়া উপজেলার সীমান্ত হতে কসবা, ঘাগুটিয়া ও মাদলা বিওপি কর্তৃক গতকাল শুক্রবার ও শনিবার (২৭- ২৮ ডিসেম্বর) মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে ৪৪,৩৮,৫০০/- (চুয়াল্লিশ লক্ষ আটত্রিশ হাজার পাঁচশত) টাকা মূল্যের বিপুল পরিমান ভারতীয় অবৈধ মাদক ও বিভিন্ন প্রকার মালামাল জব্দ করে। তাদের মধ্যে জব্দকৃত বাসমতি চাউল ৮৯১ কেজি, গরু ০১ টি, চিনি ৫৮৯৫ কেজি, নেহা মেহেদী ৪২৮২ পিস, শাড়ি-২২৩ পিস, বিভিন্ন প্রকার কসমেটিক্স-২৮২ পিস, রসুন ২২ কেজি, গাঁজা ২২.৫ কেজি, হুইস্কি ২১ বোতল, বিয়ার ২৪ পিস, ইয়াবা-৯৯০ পিস।

সুলতানপুর ব্যাটালিয়নের বিজিবি বলেন সর্বদা সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে ৬০ বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোতভাবে অব্যাহত রেখেছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে এসব মাদক ও চোরাচালানী মালামাল জব্দ করে। বিষয়টি নিশ্চিত করেন সুলতানপুর ব্যাটালিয়নের (৬০ বিজিবি) অধিনায়ক লেঃ কর্নেল এ এম জাবের বিন জব্বার, পিএসসি, এসি।


 

নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ