ওমর ফারুক তালুকদার, ভালুকাঃ- ময়মনসিংহের ভালুকায় জাতীয়তাবাদী শ্রমিকদলের ভালুকা ইউনিয়ন শাখা ও মল্লিকবাড়ী ইউনিয়ন শাখার ৭১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। উপজেলা শ্রমিকদলের সভাপতি সৌমিক হাসান সোহাগ ও সাধারণ সম্পাদক শাহ মোঃ সুজনের সাক্ষরিত ৭১ সদস্য বিশিষ্ট এ কমিটি ঘোষণা করা হয়েছে।
শুক্রবার সন্ধ্যায় শ্রমিকদলের কার্যালয়ে মোঃ রাকিবুল ইসলাম রাকিব কে আহ্বায়ক ও রমিজ উদ্দিন রমিজকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক করে ভালুকা ইউনিয়ন শ্রমিকদলের এ কমিটি গঠন করা হয়েছে। অন্যদিকে মো. মমিন ফকির কে আহবায়ক ও কায়সার মাহমুদ চঞ্চলকে সিনিয়র যুগ্ম আহবায়ক করে ৭১ সদস্য বিশিষ্ট মল্লিকবাড়ী ইউনিয়ন শ্রমিদলের কমিটি গঠন করা হয়েছে।
বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে সুসংগঠিত করার লক্ষ্যে জাতীয়তাবাদী শ্রমিকদল অগ্রনী ভূমিকা পালন করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন উপজেলা শ্রমিকদলের সভাপতি সৌমিক হাসান সোহাগ ও সাধারণ সম্পাদক শাহ মোঃ সুজন।