নিজস্ব প্রতিবেদক
রংপুর জেলার কাউনিয়া থানা এলাকা হতে ২০০ বোতল ফেন্সিডিল জব্দসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১৩। 'বাংলাদেশ আমার অহংকার' এই মূল মন্ত্রকে বুকে ধারণ করে এলিট ফোর্স র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন সর্বগ্রাসী মাদকের বিরুদ্ধে নিয়মিতভাবে সর্বাত্মক অভিযান পরিচালনা করে আসছে।
র্যাবের চলমান এই মাদকবিরোধী অভিযানের ধারাবাহিকতায় অদ্য ২৮/১২/২০২৪ তারিখ আনুমানিক রাত ০০.২০ ঘটিকার সময় র্যাব-১৩, রংপুর এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে রংপুর জেলার কাউনিয়া থানাধীন নিচপাড়া ইউনিয়নের অন্তর্গত ০৮ নং ওয়ার্ড এর রাজেন্দ্র বাজারস্থ হোটেল রেজওয়ানের সামনে রংপুর হইতে লালমনিরহাট গামী পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে আসামির ডান হাতে থাকা প্লাস্টিকের বস্তার মধ্যে ২০০ বোতল ফেন্সিডিল জব্দসহ একজন মাদক ব্যবসায়ী সাইফুল্লাহ মাহমুদ @ রুমান (৩০), পিতা-শফিকুল মুসল্লী, মাতা-শেফালী বেগম, সাং-বেলদহ (মুসল্লীপাড়া ), থানা-ভুরুঙ্গামারী, জেলা-কুড়িগ্রাম’কে গ্রেফতার করে। পরবর্তী কার্যক্রমের জন্য গ্রেফতারকৃত আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।