ঢাকা , শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪ , ১৪ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

কটিয়াদীতে তুচ্ছ ঘটনায় শিক্ষার্থীকে কুপিয়ে জখম


আপডেট সময় : ২০২৪-১২-২৮ ০০:১৬:৫৭
কটিয়াদীতে তুচ্ছ ঘটনায় শিক্ষার্থীকে কুপিয়ে জখম কটিয়াদীতে তুচ্ছ ঘটনায় শিক্ষার্থীকে কুপিয়ে জখম




এম এ কুদ্দুছ, কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের কটিয়াদীতে তুচ্ছ ঘটনায় ঢাকা তিতুমীর কলেজের শিক্ষার্থী সাকিব হোসেন (২৫) কে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়েছে এক পিকআপ ভ্যান চালক। আহত সাকিব হোসেন কটিয়াদী পৌরসভার চরিয়াকোনা মহল্লার মো. জয়নাল আবেদীনের পুত্র ও ঢাকা তিতুমীর কলেজের মাষ্টার্সের শিক্ষার্থী।ঘটনাটি ঘটেছে বুধবার রাতে কটিয়াদী বাজারের সরারচর রোডে। এ ঘটনায় মানিক মিয়া (৪৮) নামে এক পিকআপ ভ্যান চালককে গ্রেফতার করে আদালতে সোপর্দ করেছে পুলিশ।

জানা যায়, বুধবার রাতে আহত সাকিব হোসেন ও আতাউল্লাহ মবিন মোটরসাইকেল যোগে কটিয়াদী বাজার থেকে বাড়িতে যাওয়ার সময় বাজারের সরারচর রোডে পৌঁছলে অভিযুক্ত মানিক মিয়া একটি পিকআপ ভ্যান চালিয়ে পিছনে সাইট নেয়ার সময় মোটরসাইকেলে ধাক্কা লাগে।

এ নিয়ে উভয়ের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে মানিক মিয়া ঘটনাস্থলের সন্নিকটে থাকা তার বাসা থেকে দৌড়ে গিয়ে একটি ছুরি এনে সাকিবকে এলোপাথাড়ি কুপিয়ে সটকে পড়ে। আহত সাকিবকে উদ্ধার করে কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসার পর তার অবস্থা গুরুতর হওয়ায় জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। এ ঘটনায় আতাউর রহমান বাদী হয়ে মানিক মিয়াকে একমাত্র আসামি করে কটিয়াদী মডেল থানায় একটি মামলা দায়ের করেছেন।

কিশোরগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার ( হোসেনপুর সার্কেল) মো. তোফাজ্জল হোসেন জানান, এ ঘটনায় পিকআপ ভ্যান চালক মানিক মিয়াকে আসামি করে কটিয়াদী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্ত মানিক মিয়াকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে।



 

নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ