আটক ব্যক্তিকে জেল হাজতে প্রেরণ, নিরাপত্তা চেয়ে থানায় বিক্ষুব্ধ জনতা
আপডেট সময় :
২০২৪-১২-২৭ ২০:৪১:২৮
আটক ব্যক্তিকে জেল হাজতে প্রেরণ, নিরাপত্তা চেয়ে থানায় বিক্ষুব্ধ জনতা
উজ্জ্বল কুমার দাস (কচুয়া, বাগেরহাট) প্রতিনিধি।।
কচুয়া উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান ও রাড়িপাড়া ইউনিয়ন যুবলীগের সভাপতি মেহেদী হাসান বাবু (৩৮) কে লেবুখালী পায়রা সেতুর টোল প্লাজার কাছ থেকে দুমকি থানা পুলিশ আটক করে। পরবর্তীতে তাকে গত ২৬ ডিসেম্বর কচুয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করেন। আটক ব্যাক্তি যুবদল নেতা মুক্ত হত্যার প্রধান আসামি এছাড়াও তার বিরুদ্ধে চাঁদাবাজি সহ একাধিক মামলা রয়েছে। ২৭ ডিসেম্বর কচুয়া থানা পুলিশ তাকে বাগেরহাট জেল হাজতে প্রেরণ করেন।
দুমকি থানায় আটক থাকা অবস্থায় তিনি তার ফেসবুক আইডি থেকে লাইভে এসে মিলন ডাকুয়া ও বাগেরহাট জেলা মহিলা দলের সভাপতি শাহিদা আক্তারকে মেরে ফেলার হুমকি সহ বেশকিছু বিতর্কিত কথা বলেন। এ ঘটনার প্রতিবাদে ২৭ ডিসেম্বর কচুয়া থানা গেটে বিক্ষুব্ধ জনতা জড়ো হয়ে তার বিচার দাবি করেন। একই সাথে প্রশাসনের কাছে তাদের জীবনের নিরাপত্তার ও দাবি তোলেন।
নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin
কমেন্ট বক্স