মুন্সীগঞ্জে প্রাইভেটকারে বাসের ধাক্কায় আহত ১০ নিহত ৫
মুন্সীগঞ্জে প্রাইভেটকারে বাসের ধাক্কায় আহত ১০ নিহত ৫
জন জীবন ঃঃ
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সীগঞ্জ ও ঢাকার কেরানীগঞ্জের সীমান্তবর্তী ধলেশ্বরী টোল প্লাজায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে অপেক্ষমাণ প্রাইভেটকারসহ কয়েকটি যানবাহনকে চাপা ও ধাক্কা দিলে ৫ জনের মৃত্যু হয়। এ ঘটনায় আহত হয়েছেন আরো অন্তত ১০ জন।
শুক্রবার (২৭ ডিসেম্বর) বেলা ১১টার দিকে ভয়াবহ এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
মুন্সীগঞ্জ শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দেওয়ান আজাদ দুর্ঘটনায় ৫ জন নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে তিনি জানান, আজ বেলা ১১টার দিকে এক্সপ্রেসওয়েতে টোল পরিশোধের জন্য দাঁড়িয়ে থাকা মোটরসাইকেল, মাইক্রোবাস ও প্রাইভেটকারকে পেছন থেকে ঢাকা-কুয়াকাটা রুটের ব্যাপারী পরিবহনের একটি বাস ধাক্কা দেয়। এতে সামনে থাকা গাড়িগুলো দুমড়েমুচড়ে যায়। এ ঘটনায় প্রাইভেটকারের ৬ যাত্রীসহ অন্তত ১৫ যাত্রী গুরুতর আহত হন। পরে তাদেরকে উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠালে পথে ৫ জনের মৃত্যু হয়।
এ বিষয়ে মুন্সীগঞ্জ হাঁসাড়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. আব্দুল কাদের জিলানী জানান, ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ ধলেশ্বরী টোল প্লাজায় এ দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে দ্রুত ঢাকার মিটফোর্ড হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় পথে ৫ জনের মৃত্যু হয়েছে।
নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin
কমেন্ট বক্স