আন্ত:ক্যাডার বৈষম্য নিরসনের দাবীতে পিরোজপুরে বিসিএস শিক্ষকদের মানববন্ধন
আপডেট সময় :
২০২৪-১২-২৬ ২১:২৮:২২
আন্ত:ক্যাডার বৈষম্য নিরসনের দাবীতে পিরোজপুরে বিসিএস শিক্ষকদের মানববন্ধন
বিশেষ প্রতিনিধি: পিরোজপুরে আন্ত:ক্যাডার বৈষম্য নিরসনের দাবীতে বিসিএস শিক্ষকদের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) দুপুরে পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজ প্রাঙ্গণে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। জেলার বিভিন্ন কলেজের বিসিএস শিক্ষকেরা এ মানববন্ধনে অংশ গ্রহণ করেন।
এ মানববন্ধনে বক্তারা বলেন, আমরা জুলাই বিপ্লবের মধ্যে দিয়ে ২য় স্বাধীনতা পেয়েছি। ফ্যাসিস্ট সরকারের হাত থেকে মুক্ত হয়েছি। তাই আমরা আর কোন বৈষম্য চাই না। ব্রিটিশ আমল থেকেই শিক্ষা ক্যাডার ক্যাডার সার্ভিসে অন্তর্ভুক্ত ছিল কিন্তু এখন জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রস্তাবিত শিক্ষা ও স্বাস্থ্য ক্যাডারকে ক্যাডার বহির্ভূত করার সুপারিশ করা হয়েছে। যা আমাদের উপরে বৈষম্য করা হবে। আমরা এ বৈষম্য চাই না। আমরা আমাদের অধিকার চাই।
এ মানববন্ধনে বক্তব্য দেন, পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজের অধ্যক্ষ পান্না লাল রায়, পিরোজপুর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ শেখ রফিকুল ইসলাম, পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজের সহকারী অধ্যক্ষ মো. শাহাবুদ্দিন সিকদার, সরকারি সোহরাওয়ার্দী কলেজের সহকারী অধ্যাপক মো. শাহিন রেজা, সরকারি সোহরাওয়ার্দী কলেজের প্রফেসর মো. ইলিয়াস বেপারি প্রমুখ।
নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin
কমেন্ট বক্স