ঢাকা , শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪ , ১৩ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

ব্রাহ্মণপাড়ায় ছুরিকাঘাতে এক যুবককে হত্যা


আপডেট সময় : ২০২৪-১২-২৬ ২১:২২:৩৭
ব্রাহ্মণপাড়ায় ছুরিকাঘাতে এক যুবককে হত্যা ব্রাহ্মণপাড়ায় ছুরিকাঘাতে এক যুবককে হত্যা


ব্রাহ্মণপাড়া সদরে শফিউল্লাহ (১৮) নামে এক যুবককে উপর্যপুরী ছুরা দিয়ে আঘাত করে হত্যা করে দুর্বৃত্তরা।ঘটনাটি ঘটেছে গতকাল বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) রাতে সদরের দক্ষিণ ব্রাহ্মণপাড়া খানকা শরীফের পাশে। 

এলাকাবাসী ও স্থানীয় সূত্রে জানা যায়, ক্রিকেট খেলার বেট নিয়ে ব্রাহ্মণপাড়া সদরে ডাব বিক্রেতা এরশাদ মিয়ার ছোট ছেলে সানাউল্লাহ সাথে একই এলাকার জহিরুল ইসলাম এর ছেলে হৃদয়ের সাথে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে হৃদয় সানাউল্লাহ কে চর থাপ্পড় মারে। এ নিয়ে সানাউল্লাহর বড় ভাই সফিউল্লাহ কয়েকজন লোক নিয়ে বিষয়টি জানতে গেলে হৃদয়ের  নেতৃত্বে ৭-৮ জন ছেলে শফিউল্লাহকে দাঁড়ালো ছোড়া দিয়ে পেটের বিভিন্ন জায়গায় উপর্যপুরী আঘাত করলে ঘটনার স্থলে শফিউল্লাহ মাটিতে লুটে পড়ে যায়। ঘটনার স্থল থেকে স্থানীয় লোকজন শফিউল্লাহকে উদ্ধার করে  ব্রাহ্মণপাড়া স্বাস্থ্য কমপ্লেক্স এ নিলে কর্তব্যরত চিকিৎসক তার অবস্থা অবনতি দেখে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত  চিকিৎসক শফিউল্লাহ কে মৃত্যু ঘোষণা করে। এ নিয়ে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। 

এ ব্যপারে মৃত্যু সফিউল্লাহ এর বাবা এরশাদ মিয়া বলেন, আমার নিরীহ ছেলেকে পরিকল্পিত ভাবে হৃদয় ও তার  সহযোগীরা ছুরি দিয়ে এলুপাতারি গাই মেরে হত্যা করে আমি তার সুষ্ঠু বিচার চাই। 
এ ব্যাপারে ব্রাহ্মণপাড়া থানা অফিসার ইনচার্জ মোঃ দেলোয়ার হোসেন জানান,চিকিৎসাধীন অবস্থায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে সফিউল্লাহ মারা যায়। আমি ঘটনাটি শোনার পর তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল পরিদর্শন করেছি এবং অভিযুক্তদের গ্রেপ্তার করতে চেষ্টা চলছে।


 

নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ