ঢাকা , শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪ , ১৩ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

কাউখালীতে স্মৃতিসৌধসহ বিভিন্ন স্থাপনা উদ্বোধন করেন জেলা প্রশাসক


আপডেট সময় : ২০২৪-১২-২৬ ২০:০১:৪৯
কাউখালীতে স্মৃতিসৌধসহ বিভিন্ন স্থাপনা উদ্বোধন করেন জেলা প্রশাসক কাউখালীতে স্মৃতিসৌধসহ বিভিন্ন স্থাপনা উদ্বোধন করেন জেলা প্রশাসক
 
 
কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি: 
পিরোজপুরের কাউখালী উপজেলা প্রশাসনের আয়োজনে ২৬ ডিসেম্বর বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদের নবনির্মিত স্মৃতিসৌধের উদ্বোধন করেন, পিরোজপুরের জেলা প্রশাসক মোঃ আশরাফুল আলম খান। এ সময় উপস্থিত ছিলেন, কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা সজল মোল্লা, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুদীপ্ত দেবনাথ, কাউখালী থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ সোলায়মান সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ ও জনপ্রতিনিধিরা।
 
এছাড়া কাউখালী সদর ইউনিয়ন পরিষদের নবনির্মিত ভবন উদ্বোধন ও ওয়ার্ড সভায় অংশগ্রহণ করা, কাউখালী এসবি সরকারি বালিকা বিদ্যালয়ের নতুন ভবনের উদ্বোধন, অফিসার্স ক্লাবের ভিক্তি প্রস্তর উদ্বোধন, উপজেলা পরিষদের মিটিং রুম উদ্বোধন, প্রস্তাবিত চর বাসূরী প্রাথমিক বিদ্যালয় ও আবাসন প্রকল্প উদ্বোধন, বেকুটিয়া যাত্রী ছাউনী উদ্বোধন করারসহ থানা পরিদর্শন, সদর ইউনিয়ন পরিদর্শন, ভিজিএফ খাদ্যশস্য বিতরণ, অসহায় ও দুস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন, শীতবস্ত্র ও চেক বিতরণ অনুষ্ঠানে অংশগ্রহণ করা সহ বিভিন্ন কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, পিরোজপুর জেলা প্রশাসক মোঃ আশরাফুল আলম খান। এসব অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা সজল মোল্লা, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুদীপ্ত দেবনাথ, কাউখালী থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ সোলায়মান।

 
 

নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ