ঢাকা , শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪ , ১৩ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

মুসল্লিদের উপর হামলার প্রতিবাদসহ সাদ পন্থীদের কার্যক্রম বাতিলের দাবিতে ফুলবাড়ীতে বিক্ষোভ ও মানববন্ধন


আপডেট সময় : ২০২৪-১২-২৬ ১৮:০১:০৩
মুসল্লিদের উপর হামলার প্রতিবাদসহ সাদ পন্থীদের কার্যক্রম বাতিলের দাবিতে ফুলবাড়ীতে বিক্ষোভ ও মানববন্ধন মুসল্লিদের উপর হামলার প্রতিবাদসহ সাদ পন্থীদের কার্যক্রম বাতিলের দাবিতে ফুলবাড়ীতে বিক্ষোভ ও মানববন্ধন


মোঃ আফজাল হোসেন, ফুলবাড়ী, দিনাজপুর প্রতিনিধি: বিশ্ব ইজতেমার ময়দানে মুসল্লিদের উপর অতর্কিত হামলার প্রতিবাদসহ সাদিয়ানীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি ও তাদের কার্যক্রম বাতিলের দাবিতে দিনাজপুরের ফুলবাড়ীতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকাল ১০ টায় ফুলবাড়ী আলমী শুরা তাবলীগ ও তৌহিদী জনতার ব্যানারে নিমতলা মোড় কেন্দ্রীয় জামে মসজিদের সামনে ঘন্টা ব্যাপী মানববন্ধন করেন তারা। পরে তারা একত্রিত হয়ে এক বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদে গিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে চার দফা দাবিসম্মলিত একটি স্মারকলিপি প্রধান উপদেষ্টা বরাবর প্রদান করেন আন্দোনকারীরা।

মানববন্ধনে বক্তব্য রাখেন, মুফতী নজিবুল্লাহ, ইসলামী আন্দোলন উপজেলা শাখার সভাপতি রবিউল ইসলাম, মাওলানা মিজানুর রহমান ,মুফতী আল আমিন মাওলানা সাখাওয়াত, মাওলানা আল আমিন, মাওলানা সুলতান হামিদী, মুফতি গোলাম রব্বানী, মাওলানা আব্দুল গফুর, মাওলানা মাহাবুবুর রহমান, মুফতী সিরাজুল ইসলাম, মুফতী নুরুল্লাহসহ অন্যান্য ওলামায়ে একরামগণ। এতে প্রায় ৩ হাজার মুসল্লি অংশগ্রহণ করেন। এ ছাড়াও প্রিন্ট ও ইলেক্ট্রিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। 

 

নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ