ঢাকা , শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪ , ১৩ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

রাজশাহীর পদ্মায় ধরা পড়লো ১১ কেজির বাঘাইড়

মাসুদ রানা রাব্বানী
আপডেট সময় : ২০২৪-১২-২৬ ১৭:০৭:৩৭
রাজশাহীর পদ্মায় ধরা পড়লো ১১ কেজির বাঘাইড় রাজশাহীর পদ্মায় ধরা পড়লো ১১ কেজির বাঘাইড়

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: রাজশাহীর বাঘায় পদ্মা নদীতে আক্কেল আলী নামের এক জেলের জালে সাড়ে ১১ কেজি ওজনের একটি বাঘাইড় মাছ ধরা পড়েছে। মাছটি বিক্রি হয়েছে সাড়ে ১১ হাজার টাকায় এবং মাছটি ক্রয় করেছেন দৌলতপুর গ্রামের মিন্টু হোসেন নামের এক ব্যক্তি। বুধবার সন্ধ্যার আগে উপজেলার চকরাজাপুর ইউনিয়নের চকরাজাপুর উচ্চ বিদ্যালয়ের নিচে এই মাছটি ধরা পড়ে।

এ বিষয়ে কালিদাসখালী চরের জেলে আক্কেল আলী বলেন, অন্যান্য দিনের মতো লোকজন নিয়ে চকরাজাপুর উচ্চ বিদ্যালয়ের নিচে পদ্মায় মাছ ধরতে যাই। এদিন দুপুরে মাছটি ধরা পড়ে। পরে সাড়ে ১১ হাজার টাকায় বিক্রি হয়। সপ্তাহ খানেক আগেও সাড়ে ৮ কেজি ওজনের একটি মাছ পেয়েছিলাম। সেটাও সাড়ে ৮ হাজার টাকায় বিক্রি করেছিলাম। চকরাজাপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষক গোলাম মোস্তফা ও মিজানুর রহমান বলেন, এ বছর পদ্মায় বড় বড় মাছ জেলেরা পাচ্ছেন। পদ্মা নদীতে বড় সাইজের মাছ পেলে উচ্চ মূল্য হলেও কেনার জন্য অনেকেই আসেন।


 

নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ