ঢাকা , বৃহস্পতিবার, ০২ জানুয়ারী ২০২৫ , ১৯ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

সচিবালয়ের আগুন নেভাতে গিয়ে জীবন প্রদীপ নিভে গেল নয়নের

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৪-১২-২৬ ১৫:৫৭:৫০
সচিবালয়ের আগুন নেভাতে গিয়ে জীবন প্রদীপ নিভে গেল নয়নের সচিবালয়ের আগুন নেভাতে গিয়ে জীবন প্রদীপ নিভে গেল নয়নের

 
ফাহাদ মোল্লা (নিজস্ব প্রতিবেদক)
 
ছুটিতে সকালে গ্রামের বাড়ি যাওয়ার কথা ছিল ফায়ার ফাইটার সোয়ানুর জামান নয়নের। কিন্তু মধ্যরাতে সচিবালয়ে আগুন লাগার খবরে ডাক পড়ে তারও। আগুন নেভাতে গিয়ে জীবন প্রদীপ নিভে যায় বেপরোয়া গতিতে আশা ট্রাকের ধাক্কায়। বাবা-মায়ের একমাত্র ছেলে নয়নের মৃত্যুতে মধ্যবিত্ত পরিবারটির কী হবে, সেই ভাবনাই এখন বেশি ভাবাচ্ছে স্বজনদের। পুরো পরিবার টিতে এখন শোকের ছায়া বিরাজমান গত ২৬ ডিসেম্বর বুধবার দিবাগত রাত ১টা ৫২ মিনিটে সচিবালয়ের ৭ নম্বর ভবনে আগুনের ঘটনা ঘটলে খবর পেয়ে পর্যায়ক্রমে ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিট আগুন নেভানোর কাজে নামে।

দায়িত্ব পালনে তেজগাঁও থেকে ছুটে গিয়েছিলেন স্পেশাল ইউনিটের এই সদস্য। যুক্ত হয়েছিলেন আগুন নেভানোর কাজে। পানির পাইপ সংযোগ দিতে সচিবালয়ের রাস্তার উল্টো পাশে যাওয়ার সময় বেপরোয়া গতির একটি ট্রাক ধাক্কা দেয় তাকে। মুমূর্ষু অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেয়া হলেও বাঁচানো যায়নি সোয়ানুরকে। কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন তাকে।

সহকর্মীরা জানিয়েছেন, আজ ২৬ ডিসেম্বর বৃহস্পতিবার সকালেই ছুটিতে রংপুরের মিঠাপুকুর উপজেলার বড়বালা ইউনিয়নে গ্রামের বাড়িতে যাওয়ার কথা ছিল নিহত সোয়ানুরের। রাতেই বাড়িতে যাওয়ার জন্য ব্যাগ গুছিয়ে রেখেছিলেন। কিন্তু মাঝরাতে পেশাগত কাজের ডাক পড়ায় ঘুম থেকে উঠেই যোগ দিয়েছিলেন পেশাগত দায়িত্ব পালনে। সেখান থেকে আর জীবিত বাড়ি ফেরা হলনা ফিরল তার নিথর দেহ। দুপুরে ঢাকা মেডিকেল কলেজ মর্গে সোয়ানুরের মরদেহ ময়নাতদন্ত করা হয়।

এদিকে, এই ফায়ার ফাইটারের মৃত্যুতে তার গ্রামের বাড়িতে চলছে শোকের মাতম। ভেঙে পড়েছেন সোয়ানুরের বৃদ্ধ মা। ছেলের শোকে বারবার মূর্ছা যাচ্ছেন তিনি। স্বজনদের কান্নায় ভারি হয়ে উঠছে যেন পুরো বাড়ির আশপাশ।



 

নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ