ঘিলাছড়ি ইউনিয়ন বিএনপির বর্ধিত সভা
ঘিলাছড়ি ইউনিয়ন বিএনপির বর্ধিত সভা
মোঃ আইয়ুব চৌধুরী রাজস্থলী
দলীয় কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) পার্বত্য জেলা রাঙামাটির রাজস্থলীতে বর্ধিত সভা- অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর ) সকাল ১১টায় উপজেলার ঘিলাছড়ি বাজার মাঠে ১নং ঘিলাছড়ি ইউনিয়ন বিএনপির আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির রাজস্থলী উপজেলার ১ নং ঘিলাছড়ি ইউনিয়ন শাখার সভাপতি ভুবন মোহন তনচংগ্যার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন রাজস্থলী উপজেলা বিএনপির সভাপতি মাষ্টার খলিলুর রহমান শেখ এবং বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মংঞোই মেম্বার, সিনিয়র সহ সভাপতি আবুল হাসেম মেম্বার,জেলা বিএনপির স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক জাহেদুল আলম, উপজেলা ছাত্রদলের আহবায়ক নাইমুল ইসলাম রনি,ছাত্রদলের সদস্য সচিব সাজন তনচংগ্যা, উপজেলা যুবদলের আহবায়ক শামীম আহম্মদ রুবেল,সদস্য সচিব উজ্জল কান্তি তংচংগ্যা, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মিনহাজুল ইসলাম খোকন, গাইন্দ্যা ইউনিয়ন বিএনপির সভাপতি নুরুল আলম মেম্বার, বাঙ্গালহালিয়া বিএনপির সাধারণ সম্পাদক আইয়ুব চৌধুরী।
বর্ধিত সভায় ঘিলাছড়ি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক বেলাল এর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন ইউনিয়ন বিএনপির আইন বিষয়ক সম্পাদক । বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে মাষ্টার খলিলুর রহমান শেখ বলেন, দেশের আপামর ছাত্র-জনতার আন্দোলনের ফলে স্বৈরাচার সরকার ভারতে পালিয়ে যায়। সরকার পতনের মধ্য দিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে। এখন গণতন্ত্রকে বাঁচিয়ে রাখতে শহীদ জিয়ার আদর্শের সৈনিকদের মাঠে কাজ করতে হবে। কেউ যেন দেশে পুনরায় বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে সেদিকে সকলের সোচ্চার থাকতে হবে।
বক্তারা আরো বলেন, সরকারের কাছে নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবি জানিয়েছে কেন্দ্রীয় বিএনপির নেতৃবৃন্দ। নির্বাচনের জন্য যতটুকু সংস্কার প্রয়োজন ততটুকু সংস্কার করে নির্বাচন দিন। জনগণের সরকার এসে সংস্কার কার্যক্রম পরিচালনা করবে। নির্বাচন বিলম্বিত হলে জনগণের কাছে অন্তর্বর্তীকালীন সরকারের ভাবমূর্তি প্রশ্নবিদ্ধ হবে।
সবশেষে রাজস্থলী উপজেলার সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতিসহ উন্নয়ন ও বিভিন্ন বিষয়ে নেতাকর্মীদের গঠনমূলক দিকনির্দেশনা দেন অন্যান্য নেতারা। বর্ধিত সভায়, উপজেলার নেতৃবৃন্দ সহ বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, তাতীদল, জাসাস এর নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin
কমেন্ট বক্স