নিজস্ব প্রতিবেদক: বীর মুক্তিযোদ্ধা মো: ইলিয়াস হোসেন ইন্তেকাল করেছেন। গত রাতে আনুমানিক ১.৪০মি: অর্থাৎ ২৫-১২-২০২৪ রাজশাহী ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন)। মৃত্যুকালে তাঁর হয়েছিল ৭০ বৎসর।
অকুতোভয় এই সৈনিক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আহবানে ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন। তিনি ০৭ নম্বর সেক্টরে (চাঁপাইনবাবগঞ্জে) মুক্তিযুদ্ধে অংশ নেন। ওই বছরই ১৬ই ডিসেম্বর চুড়ান্ত বিজয় অর্জনের পর তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চাকুরীতে যোগদান করেন। কর্মক্ষেত্রে সততা ও নিষ্ঠার সাথে দায়িত্বপালন করে ২০১৮সালে তিনি সহকারী রেজিস্ট্রার থাকা অবস্থায় অবসর গ্রহণ করেন। রাজশাহী টিকাপাড়া কবর স্থান সংলগ্ন ইদগাহ ময়দানে তাঁর মরাদেহ বহনকারী কফিন নেয়া হলে যথাযথ রাস্ট্রীয় মর্যাদায় সালাম অভিবাদনের মাধ্যমে তাঁকে সন্মান জানানো হয়।
মাননীয় জেলা প্রশাসকের নির্দেশে অতিরিক্ত জেলা প্রশাসক মো: মইনুল হাসানের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল প্রথমে এই বীর সেনানীর মরদেহ বহনকারী কফিনটিকে জাতীয় পতাকা দিয়ে মুড়ে দেন। এই সময় বিউগলের করুণ সুর বেজে ওঠে। এসময় অতিরিক্ত জেলা প্রশাসক মো: মইনুল হাসান রাষ্ট্রের পক্ষে অত্যন্ত শ্রদ্ধার সাথে তাঁর কফিনে ফুলের ডালা দিয়ে সন্মান জানান। এরপর সালাম অভিবাদনের পর বীর মুক্তিযোদ্ধা মো: ইলিয়াস হোসেনের আত্মার মাগফেরাত কামনা করে একমিনিট নীরবতা পালনের মাধ্যমে রাস্ট্রীয় কার্যক্রম শেষ করা হয়।
তারপর জানাজা শেষে এই সূর্য সন্তানকে টিকাপাড়া কবরস্থানে সমাহিত করা হয়।