ঢাকা , বৃহস্পতিবার, ০২ জানুয়ারী ২০২৫ , ১৯ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

রংপুর জেলার বৈষম্য বিরোধী আন্দোলনের কমিটিতে অনিয়মের গুঞ্জন


আপডেট সময় : ২০২৪-১২-২৫ ২২:১০:০২
রংপুর জেলার বৈষম্য বিরোধী আন্দোলনের কমিটিতে অনিয়মের গুঞ্জন রংপুর জেলার বৈষম্য বিরোধী আন্দোলনের কমিটিতে অনিয়মের গুঞ্জন
 
 
মোস্তফা মিয়া পীরগন্জ ,রংপুর প্রতিনিধি ঃ
রংপুর জেলার জুলাই বিপ্লব বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতা। যা ষোল শতাধিক (১৬০০) শহীদ এবং বাইশ হাজারের (২২০০০) বেশি ক্ষত-বিক্ষত শরীরের রক্তে কেনা এই স্বাধীনতা । এই স্বাধীনতাকে কলঙ্কিত করার সর্বোচ্চ অপচেষ্টা চালানো হচ্ছে। 
 
ফ্যাসিবাদী সরকার হঠানোর সাথে সাথে নতুন ফ্যাসিবাদী রাষ্ট্র ব্যাবস্থা নির্মাণের জন্য উঠে পড়ে লেগেছে তথাকথিত কিছু নামধারী সমন্বয়ক।
 
যারা সমন্বয়ক পরিচয়ে নানান অপকর্মের সাথে জড়িত এ রকম ব্যক্তিদের নিয়ে সার্টিফিকেট তৈরি করেছে রংপুরের তথাকথিত সমন্বয়করা।তারা নতুন ফ্যাসিবাদী রাষ্ট্র ব্যাবস্থা তৈরির মাস্টার মাইন্ড হিসেবে কাজ করে যাচ্ছে। একদিকে উপদেষ্টারা পুরো উত্তরবঙ্গের সাথে আঞ্চলিক বৈষম্য করেছে চট্টগ্রাম কেন্দ্রীক সব উপদেষ্টা নিয়োগ দিয়ে। অপর দিকে রংপুরের তথাকথিত সমন্বয়করা দুর্নীতিগ্রস্ত ব্যাক্তি দিয়ে সমন্বয়কের পাল্লা ভারী করছে। 
 
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে রংপুর জেলা কমিটি গঠনকে কেন্দ্র করে শহীদ আবু সাঈদের পীরগঞ্জে সাধারণ জনমনে না অভিযোগের গুঞ্জন দেখা দিয়েছে। আন্দোলনে প্রকৃত নেতৃত্বে প্রদানকারী নেতাদের বঞ্চিত করে একটি মহলের যোগ সাজশে কমিটি প্রদান করা হয়েছে মর্মে জানা গেছে । বৈষম্য আন্দোলনকারী নেতারা বলেন , যাদেরকে  আন্দোলনের মাঠে দেখা যায়নি তাদের নিয়ে কমিটি দেয়া হয়েছে । বঞ্চিত করা হয়েছে প্রকৃত আন্দোলনকারীদের যাহা মোটেই কাম্য নয়।
 
রংপুর জেলা কমিটিতে পীরগঞ্জ থেকে সদস্যপদ  লাভ করেন  নয় ( ৯ )জন তা মধ্যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কমিটির ছয় ( ৬ )জনই গণ অধিকার পরিষদের সদস্য মর্মে জানা গেছে ।উল্লেখ্য যে উপজেলার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা, সাধারণ জনগণ এবং গণমাধ্যম কর্মীগণ জানান , বর্তমান কমিটিতে অন্তর্ভুক্ত জনৈক কথিত সমন্বয়ক যিনি সাম্প্রতিক এতিম বাচ্চাদের লক্ষ লক্ষ টাকা তছরুপের কেলেঙ্কারি জড়িত থাকা সত্ত্বেও তাকে কমিটিতে অন্তর্ভুক্ত করায় দুঃখ প্রকাশ করেছেন।
 বীরশ্রেষ্ঠ আবু সাঈদের চির-শায়িত ভূমি পীরগঞ্জে মাঠ পর্যায়ের প্রকৃত নেতৃত্ব প্রদানকারী নিবেদিত নেতাকে সমন্বয়ক হিসেবে স্বীকৃতি এবং কমিটিতে অন্তর্ভুক্ত করার সময় দাবি করছেন পীরগঞ্জের জুলাই বিপ্লবের সর্বস্তরের জনগণ ।

নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ