ঢাকা , রবিবার, ০৫ জানুয়ারী ২০২৫ , ২১ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

শুধু মাত্র একটা নির্বাচন এবং ভোটের জন্য এতো মানুষ জীবন দেয়নি - উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া


আপডেট সময় : ২০২৪-১২-২৫ ২১:৩৯:১৮
শুধু মাত্র একটা নির্বাচন এবং ভোটের জন্য এতো মানুষ জীবন দেয়নি - উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া শুধু মাত্র একটা নির্বাচন এবং ভোটের জন্য এতো মানুষ জীবন দেয়নি - উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া

রুবেল ইসলাম ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি: স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া বলেছেন, গণঅভ্যুত্থানের যে এক দফক ছিল তা হচ্ছে শেখ হাসিনার পতন এবং ফ্যাসিবাদী ব্যবস্থার বিলুপ্তি।  আমরা স্পষ্টভাবে বলছি প্রতিস্ঠানগুলোকে সংস্কার করা। বাংলাদেশের সকল প্রতিস্ঠানকে ধংস প্রায় অবস্থায় রেখে যাওয়া হয়েছে। অর্থনৈতিক প্রতিষ্ঠানগুলোকে ধংস করা হয়েছে সেই জায়গা থেকে এক দফার বাস্তবায়ন হিসেবে আমরা মনে করছি সংস্কার কাজ অত্যান্ত গুরুত্বপূর্ন। শুধু মাত্র একটা নির্বাচন এবং ভোটের জন্য  এতো এতো মানুষ জীবন দেয়নি। দুই হাজারেরও বেশি মানুষ শহীদ হয়েছে। বিশ হাজারের বেশি আহত হয়েছে। শহীদ ও আহত পরিবারেরও দাবি দেশ সংস্কারের কথা বলছে। এ সরকারের পরিস্কার কথা আগে সংস্কার কাজগুলো করা হবে। কমিশনগুলো প্রস্তাবনা দিলে কথা বলে সংস্কার কাজ বাস্তবায়ন করা হবে। তারপরেই নির্বাচন দেয়া হবে। 

তিনি আরো বলেন, বিগত সরকারের আমলে উত্তরবঙ্গের জেলাগুলো উন্নয়নের দিক থেকে অবহেলিত ছিল। শুধুমাত্র কিছু কিছু জায়গায় উন্নয়ন সীমাবদ্ধ ছিল। যে অঞ্চলগুলো বৈষম্য শিকার হয়েছে অন্তবর্তীকালীন সরকার সেসব অঞ্চল গুলোকে বেশি গুরুত্বপূর্ণ দিবো। আমরা কিছু দীর্ঘমেয়াদী প্রকল্প হাতে নেবো। যা এ সরকারের মেয়াদ শেষ হলেও জনগণ সেগুলো সুফল ভোগ করবে। 

আজ বুধবার ( ২৫ ডিসেম্বর) সকাল ৯টায় ঠাকুরগাঁও বালিয়াডাঙ্গী উপজেলা পরিষদ অডিটোরিয়ামে জেলা ও উপজেলা কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভার প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

পরে তিনি সেখানেই সহশ্রাধিক মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) তুলে দেন। 

মতবিনিময় সভায় অতিরিক্ত জেলা প্রশাসক সরদার মোস্তফা শাহিনের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদোন্নতি প্রাপ্ত) লিজা বেগম, বালিয়াডাঙ্গী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পলাশ কুমার দেবনাথ, এলজিইডির নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ মামুন বিশ্বাসসহ অনেকে উপস্থিতিত ছিলেন।


 

নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ