আব্দুল্লাহ আল ফাহাদ, ত্রিশাল ময়মনসিংহ প্রতিনিধি:
আন্তর্জাতিক পরিবেশ, জলবায়ু অর্থায়ন এবং প্রকৃতি গবেষক, সাহিত্যিক ও গবেষণা প্রতিষ্ঠান চেঞ্জ ইনিশিয়েটিভ এর প্রধান নির্বাহী এম জাকির হোসেন খান জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য মনোনীত হয়েছেন।
শিক্ষা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে আজ সোমবার এ মনোনয়ন প্রদান করা হয়।
গত ২৫ বছর ধরে গবেষণা এবং নেতৃত্ব দিচ্ছেন এবং এশিয়া, আফ্রিকা এবং মধ্যপ্রাচ্য জুড়ে নীতি ও চর্চায় সারা বিশ্বে যুগান্তকারী ভূমিকা পালন করেছেন।তাঁর নেতৃত্ব জলবায়ু সহনশীলতা, টেকসই শক্তি, তারুণ্যনির্ভর টেকসই কৌশলগুলির প্রতি বাংলাদেশের দৃষ্টিভঙ্গি পুনর্নির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।
তাঁর সাহসী দৃষ্টিভঙ্গি উন্নয়নশীল দেশগুলিকে পরিবেশগত ন্যায়বিচারের পক্ষে নন-তিনি একজন কৌশলগত স্থপতি, কাঠামো তৈরি করছেন যা জলবায়ু অনিশ্চয়তার যুগে স্বচ্ছতা এবং স্থিতিস্থাপকতা নিশ্চিত করে।
এম জাকির হোসেন খানের বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক জার্নালে প্রায় ১০০টির অধিক গবেষণা প্রবন্ধ প্রকাশিত হয়েছে। তিনি বেশকিছু বই সম্পাদনা করেছেন।
তিনি যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য সহ প্রায় ৪০টির অধিক দেশে সেমিনার, প্রশিক্ষণ ও সরকারের প্রতিনিধি হিসেবে উল্লেখযোগ্য অবদান রাখছেন।
এম জাকির হোসেন খান ময়মনসিংহ জেলার ত্রিশাল উপজেলার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন।