ঢাকা , বৃহস্পতিবার, ০২ জানুয়ারী ২০২৫ , ১৯ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

রায়গঞ্জে হারিয়ে যাচ্ছে পুরাতন ঐতিহ্য কূপ বা ইন্দ্রা


আপডেট সময় : ২০২৪-১২-২৫ ১৪:৩১:২৯
রায়গঞ্জে হারিয়ে যাচ্ছে পুরাতন ঐতিহ্য কূপ বা ইন্দ্রা রায়গঞ্জে হারিয়ে যাচ্ছে পুরাতন ঐতিহ্য কূপ বা ইন্দ্রা




মোঃ মোকাদ্দেস হোসাইন সোহান, রায়গঞ্জ, সিরাজগঞ্জঃ সিরাজগঞ্জের রায়গঞ্জ থেকে প্রায় বিলুপ্তির পথে পুরাতন ঐতিহ্য কূপ বা এন্দ্রা। এই কূপ বা ইন্দ্রার এক সময় বেশ জনপ্রিয় ছিল গ্রামের সবার কাছে। কিন্তু কালের বিবর্তনে প্রায় হারিয়ে গেছে এক সময়ের জনপ্রিয় পানি পানের কূপ অথবা ইন্দ্রা। উপজেলার পুরাতন বগুড়া রোড নামে পরিচিত হাটপাঙ্গাসী আন্চলিক মহাড়কের চকঁনুর চৌরাস্তার পূর্ব পাশে, ইসলামাবাদ হাটপাঙ্গাসী ঈদগাহ মাঠ, হাটপাঙ্গাসী ওসমানের বাড়ীর সংলগ্নে অবস্হিত কালের সাক্ষী হয়ে আছো দেখা যাচ্ছে সে সময়ে ব্যবহৃত কূপ বা ইন্দ্রা। এখন আর এগুলোর তেমন কদর নেই বললেই চলে। অথচ এক সময় এই কূপ অথবা ইন্দ্রা ছাড়া বিকল্প কোনো পথ ছিল না।

সে সময় রায়গঞ্জের প্রতিটি গ্রামেই কমবেশি কূপ-ইন্দ্রা থাকতো। সেই কূপ বা ইন্দ্রা থেকেই গ্রামের ছোট-বড় সবাই পানি সংগ্রহ করে বিভিন্ন কাজে ব্যবহার করতো। এসব কূপ অথবা ইন্দ্রা থেকে পানি তোলার জন্য ব্যবহার করা হতো রশি ও বালতি দিয়ে। এলাকার প্রবীণ ব্যক্তিরা জানান, প্রতিদিন সকাল ও বিকেলে কূপ বা ইন্দ্রার প্রাঙ্গনে পাড়ার গৃহিনীদের এক প্রকার মিলন মেলায় পরিনত হতো। কিন্তু ডিজিটাল সময়ে সবকিছুরই পরিবর্তন হয়েছে। ঘরে ঘরে টিউবওয়েল হয়েছে। বসানো হয়েছে পানি তোলার পাম্ম। বর্তমানে বেশ কিছু এলাকায় কূপ অথবা ইন্দ্রা দেখা গেলেও সংস্কারের অভাবে এভাবেই জড়াজীর্ন ভাবে অকেঁজো হয়ে পড়ে আছে। এসব কূপ অথবা ইন্দ্রাগুলোকে বর্তমান নতুন প্রজন্মকে জানান দিতে সংস্কার করা প্রয়োজন বলে মনে করছেন সমাজের প্রবীন ব্যক্তিরা।

 

নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ