মোঃ মোকাদ্দেস হোসাইন সোহান, রায়গঞ্জ, সিরাজগঞ্জঃ
সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলার পাঙ্গাসী টু ধানগড়া আঞ্চলিক সড়কের ওপরে হেলে থাকা শতবর্ষে মরা গাছ ও ডালের কারণে দুর্ঘটনার আশংকা করছেন এলাকাবাসী। বিশেষ করে এই সড়কের পাঙ্গাসী এলাকার অবস্হা অত্যন্ত বিপদজনক। গতকাল বিকেলে সরেজমিনে গিয়ে দেখা যায়, ধানগড়া থেকে সিরাজগঞ্জ যাওয়ার রাস্তায় মীরের দেউলমুড়া থেকে পাঙ্গাসী বাজার পর্যন্ত শতবর্ষী প্রায় দশটি বড় এন্ট্রি কড়ি মরা গাছ ও গাছের ডাল সড়কের মাঝখান বরাবর হেলে রয়েছে। এতে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছে বিভিন্ন ধরনের যানবাহন, শত শত শিক্ষার্থী ও পথচারীরা।
উপজেলার হাটপাঙ্গাসী বাজারের স্হানীয় বেশ কয়েকজন ব্যবসায়ীর সাথে কথা হলে তারা বলেন, হাটপাঙ্গাসী বাজার নাহিদ নিউমার্কেটের সামনে এবং পাঙ্গাসী লায়লা মিজান স্কুল এন্ড কলেজ মাঠের পূর্ব-উত্তর কর্ণারে হেলে পরা মরা গাছ ও মরা ডালের নিচ দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছে শত শত শিক্ষার্থী ও হাজারো মানুষ সহ বিভিন্ন ধরনের যানবাহন।
এদিকে পাঙ্গাসী ইউনিয়ন পরিষদের প্রশাসক আনন্দ চন্দ্র বর্মন বলেন, মরা গাছ ও গাছের ডাল কর্তনের বিষয়ে উর্দ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হবে। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হুমায়ুন কবির বলেন, সড়কের ঝুঁকিপূর্ণ গাছ গুলোর বিষয়ে জেলার মাসিক সমন্বয় সভায় একাধিকবার কথা বলেছি। তারা জানিয়েছেন, গাছগুলো কাটা প্রক্রিয়াধীন রয়েছে।