ঢাকা , রবিবার, ০৫ জানুয়ারী ২০২৫ , ২২ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

রাইখালী ইউনিয়ন যুবলীগের সহ সভাপতি ওবায়দুল্লাহকে কুপিয়ে হত্যা


আপডেট সময় : ২০২৪-১২-২৪ ২০:১৬:০৭
রাইখালী ইউনিয়ন যুবলীগের সহ সভাপতি ওবায়দুল্লাহকে কুপিয়ে হত্যা রাইখালী ইউনিয়ন যুবলীগের সহ সভাপতি ওবায়দুল্লাহকে কুপিয়ে হত্যা


মোঃআইয়ুব চৌধুরী: রাঙামাটির কাপ্তাই উপজেলার ২ নং  রাইখালী ইউনিয়ন যুবলীগের সহ সভাপতি ওবায়দুল্লাহ (৪৫) কে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। তিনি একই ইউনিয়ন এর ৫ নং ওয়ার্ডের বালুখালি এলাকার বাসিন্দা। সোমবার (২৩ ডিসেম্বর) রাত ১০ টার দিকে উপজেলার রাইখালী ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের বালুখালী এলাকায় এ ঘটনা ঘটেছে বলে জানান চন্দ্রঘোনা থানার ওসি মুহাম্মদ শাহজাহান কামাল। 

নিহতের পুত্র মো: আরিফ মঙ্গলবার (২৪ ডিসেম্বর) দুপুর ১ টায়  মুঠোফোনে এই প্রতিবেদককে বলেন, আমার বাবা  কারিগরপাড়া বাজার থেকে নিজের দোকান বন্ধ করে বাসায় যাওয়ার পথে তাকে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় তাঁর দাদুর পালিত পুত্র মেহেদি জড়িত। তিনি এক বছর আগে আমাকে হুমকি দিয়েছিল আমার বাবাকে দিনে না পারলে রাতে মেরে ফেলবে।

মো: আরিফ আরোও জানান, আমার বাবা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া পথে রাতে মারা যান।




  

 চন্দ্রঘোনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শাহজাহান কামাল জানান, ‘নিহত ব্যক্তির রাজনৈতিক পরিচয় আমরা এখনো পাইনি। সোমবার রাত আনুমানিক  ১০টা থেকে ১১টার মধ্যে রাইখালী ইউনিয়নের বালুখালী এলাকায় তাকে কুপিয়ে জখম করা হয়। পরে তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে নেওয়া হলে  চিকিৎসক মৃত ঘোষণা করেন।  ধারণা করা হচ্ছে পথে মধ্যে তাঁর মৃত্যু হয়।

কাপ্তাই উপজেলা যুবলীগের  সাধারণ সম্পাদক তানভীর সিদ্দিকী বলেন, ‘সোমবার রাতে রাইখালী ইউনিয়ন যুবলীগের সাবেক সহ-সভাপতি ওবায়েদ উল্লাহকে কুপিয়ে হত্যা করা হয়েছে। ওবায়েদ উল্লাহ রাতে কারিগর পাড়া বাজারে দোকান বন্ধ করে নিজ এলাকা বালুখালীর দিকে যাচ্ছিলেন। বালুখালী এলাকাটি দুর্গম এলাকা। হত্যাকাণ্ডে কারা জড়িত আমরা এখনো কিছু জানতে পারেনি। আমরা এই হত্যাকাণ্ডের বিচার চাই।’

পুলিশ জানান,  নিহতের লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে  ময়নাতদন্ত করা হচ্ছে।  এই ঘটনায় এখনো পর্যন্ত কেউ অভিযোগ দায়ের করা হয় নাই। অভিযোগ দায়ের করলে পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে এবং তদন্ত করে এই ঘটনায় কেউ জড়িত থাকলে ব্যবস্থা  নেওয়া হবে।


 

নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ