বুড়িচংয়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত
আপডেট সময় :
২০২৪-১২-২৪ ১৯:১৩:৪৭
বুড়িচংয়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত
মোঃ আবদুল্লাহ বুড়িচং (কুমিল্লা)প্রতিনিধি: তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষে কুমিল্লার বুড়িচংয়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা গতকাল ২৪ডিসেম্বর সকাল ১১ টায় বুড়িচং আনন্দ পাইলট সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ফওজিয়া আক্তারের সভাপতিত্বে ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার সাহিদা আক্তার।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা ইউআরসি কর্মকর্তা মোস্তফা কামাল,উপজেলা সহকারী শিক্ষা অফিসার মোহাম্মদ আবদুল খালেক,মামুন মন্সী, মোহাম্মদ কামাল উদ্দিন, মোঃ আবু মোতালেব, খন্দকার উম্মে সালমা, বুড়িচং প্রেস ক্লাবের সভাপতি কাজী খোরশেদ আলমসহ বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকবৃন্দ। ধারাবাষ্যক ছিলেন সহকারী শিক্ষক আমিনুল হক, সাইদুর রহমান সুমন, আবু মূসা ও আলমগীর হোসেন।
ফাইনাল খেলায় বালক শাখায় মিরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে আরাগ আনন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হয় এবং বালিকা শাখায় রাজাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে ভারেল্লা সরকারি প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়।
নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin
কমেন্ট বক্স