কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি: পিরোজপুরের কাউখালীতে আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদ কাউখালী উপজেলা শাখার কমিটির গঠন করা হয়েছে। এতে মোঃ মাহফুজুর রহমানকে সভাপতি, আসাদুজ্জামান তালুকদার মামুনকে সাধারণ সম্পাদক ও শোয়াইব সিদ্দিককে সাংগঠনিক সম্পাদক করে ৫১ সদস্য বিশিষ্ট কাউখালী উপজেলা শাখার কমিটি গঠন করা হয়েছে। কমিটির সহ-সভাপতি হলেন, এনামুল কবির, মিরাজুল হক লিপু, সোহেল মাহমুদ, সহ সাধারণ সম্পাদক রাকিব তালুকদার, লাফিতুর রহমান, সহসাংগঠনিক সম্পাদক মীর শোভন, ক্রীড়া সম্পাদক নাইম হাসান, প্রচার সম্পাদক সাইদুর রহমান সান্টু ও কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন মাওলাদ হোসেন মইন।
এই কমিটি সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য ৪ সদস্য বিশিষ্ট উপদেষ্টা কমিটি গঠন করা হয়েছে। উপদেষ্টার হলেন, কাউখালী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান উপজেলা বিএনপি'র আহ্বায়ক এস এম আহসান কবির, উপজেলা বিএনপি'র সদস্য সচিব এইচএম দ্বীন মোহাম্মদ, উপজেলা বিএনপি'র সাবেক সাধারণ সম্পাদক ও কাউখালী সরকারি কলেজের সাবেক ভিপি শাফিউল আজম দুলাল ও উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ন আহবায়ক মনিরুজ্জামান মিয়া।