ঢাকা , রবিবার, ০৫ জানুয়ারী ২০২৫ , ২১ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

খ্রিস্টান ধর্মাবলম্বীদের বড়দিন উদযাপন উপলক্ষে মতবিনিময় সভা


আপডেট সময় : ২০২৪-১২-২৪ ১৭:০০:১৩
খ্রিস্টান ধর্মাবলম্বীদের বড়দিন উদযাপন উপলক্ষে মতবিনিময় সভা খ্রিস্টান ধর্মাবলম্বীদের বড়দিন উদযাপন উপলক্ষে মতবিনিময় সভা



ওবায়দুর রহমান,গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি: খ্রিস্টান ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব বড়দিন উদযাপন উপলক্ষে ময়মনসিংহের গৌরীপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে উপজেলা অফিসার্স ক্লাবে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মত বিনিময় সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজ্জাদ হোসোনের সভাপতিত্বে গৌরীপুর অস্থায়ী সেনা ক্যাম্পের ক্যাপ্টেন ইমতিয়াজ বক্তব্য রাখেন।
ক্যাপ্টেন ইমতিয়াজ বলেন- বড়দিনে আইন-শৃঙ্খলা পরিস্থিতির বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে। কোন অবস্থাতেই কোন মাদক কিংবা নেশা জাতীয় দ্রব্য গ্রহণ করা যাবে না। ফানুস উড়ানোর সময় সতর্ক থাকতে হবে, যাতে বিদ্যুতের তার বা বাসাবাড়িতে কোন দূর্ঘটনা না ঘটে। আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী ও পুলিশ সর্বোচ্চ সতর্কতার সঙ্গে দায়িত্ব পালন করবে।

সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন গৌরীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মির্যা মাযহারুল আনোয়ার, ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য আহাম্মদ তায়েবুর রহমান হিরন, হাফেজ আজিজুল হক, গৌরীপুর উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা বদরুজ্জামান, গৌরীপুর প্রেসক্লাবের সভাপতি কাজী আব্দুল্লাহ আল আমিন, সাধারণ সম্পাদক শেখ মোহাম্মদ বিপ্লব, গৌরীপুর সাংবাদিক ঐক্য ফোরামের সভাপতি শাহজাহান কবির হীরা, গৌরীপুর হেফাজতে ইসলামের আহবায়ক মুফতী নাজিম উদ্দীন, গৌরীপুর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক শামসুজ্জামান দূর্জয়, নুর মোহাম্মদ সিদ্দিক রাজন প্রমুখ।


এসময় গৌরীপুরের বিভিন্ন চার্চের পুরোহিতগণ, সুশীল সমাজের প্রতিনিধি ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।



 

নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ