ঢাকা , শুক্রবার, ০৩ জানুয়ারী ২০২৫ , ২০ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

স্বরূপকাঠিতে জেলা প্রশাসকের মতবিনিময় সভা


আপডেট সময় : ২০২৪-১২-২৪ ১৬:০৩:৫৫
স্বরূপকাঠিতে জেলা প্রশাসকের মতবিনিময় সভা স্বরূপকাঠিতে জেলা প্রশাসকের মতবিনিময় সভা




স্বরূপকাঠি (পিরোজপুর) সংবাদদাতাঃ পিরোজপুরের জেলা প্রশাসক স্বরূপকাঠির প্রান্তিক লেয়ার খামারীদের সাথে এক মতবিনিময় সভায় মিলিত হন মঙ্গলবার দুপুরে উপজেলার সারেংকাঠি ইউনিয়নের করফা বাজার সংলগ্ন মাঠে ওই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার মনিরুজ্জামানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন প্রধান অতিথি জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুল আলম খান, খামারী অধ্যক্ষ মো. বেলায়েত হোসেন প্রমুখ। এরপরে জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুল আলম খান প্রধান অতিথি হিসেবে উপজেলার এগারগ্রাম মাধ্যমিক বিদ্যালয় মাঠে দু:স্থ ও শীতার্তদের মাঝে শীতবস্র (কম্বল), সোহাগদল ইউনিয়নের ইন্দেরহাট লোড পয়েন্টে দরিদ্রদের মাঝে শুকনা খাবারের প্যাকেট, উপজেলা পরিষদ চত্বরে প্রান্তিক পর্যায়ে অসচ্ছল কৃষকদের মাঝে কৃষি উপকরণ (বীজ ও সার) ও অসচ্ছল মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণ করেন।


এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক মো. আলাউদ্দিন ভুইয়া, সহকারী কমিশনার (ভুমি) মো. রায়হান মাহামুদ, উপজেলা কৃষি কর্মকর্তা চপল কৃষ্ণ নাথ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আসাদুজ্জামান, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. তাপস কুমার ঘোষ প্রমুখ উপস্থিত ছিলেন

 

নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ