ঢাকা , রবিবার, ০৫ জানুয়ারী ২০২৫ , ২১ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

জনগণের নির্বাচিত পার্লামেন্ট দিয়েই দেশ পরিচালনা করতে হবে


আপডেট সময় : ২০২৪-১২-২৪ ১৩:০২:১৭
জনগণের নির্বাচিত পার্লামেন্ট দিয়েই দেশ পরিচালনা করতে হবে জনগণের নির্বাচিত পার্লামেন্ট দিয়েই দেশ পরিচালনা করতে হবে


রুবেল ইসলাম ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি: বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দুর্নীতি ফ্যাসিবাদ দূর করতে একমাত্র উপায় হচ্ছে জনগণের সরকার প্রতিষ্ঠা করা। জনগণের নির্বাচিত যেই পার্লামেন্ট, সেই পার্লামেন্ট দিয়েই দেশ পরিচালনা করতে হবে। এছাড়া অন্য কোন উপায় নেই। দলের নেতাকর্মীদেরকে নির্দেশনা দেওয়া হয়েছে যারা সন্ত্রাসী যারা গণহত্যার সাথে জড়িত। তাদের কাউকেই বিএনপিতে নেওয়া হবে না।

তিনি আরো বলেন, দেশের মানুষের আশা আকাঙ্খা পুরনে নির্বাচিত সরকার জরুরি। দেশের মানুষ অপেক্ষায় রয়েছে নিজেদের ভোটাধিকার প্রয়োজনে। আমরা আশা করছি দ্রুত সময় একটি গ্রহনযোগ্য অনুষ্ঠিত হবে। 

আজ বুধবার (২৪ ডিসেম্বর) সকাল ১১ টায় ঠাকুরগাঁও জেলা প্রেসক্লাবে শীতবস্ত্র বিতরণ কালে এসব কথা বলেন। 

আগে তিনি উপস্থিত ৬ শতাধিক শীতার্ত মানুষের হাতে কম্বল তুলে দেন মির্জা ফখরুল। এ সময় জেলা বিএনরপি' শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। 


 

নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ