ঢাকা , শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪ , ১৪ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

বালিয়াডাঙ্গী প্রেস ক্লাবের শীতবস্ত্র বিতরণ


আপডেট সময় : ২০২৪-১২-২৩ ১৯:১৪:৪০
বালিয়াডাঙ্গী প্রেস ক্লাবের শীতবস্ত্র বিতরণ বালিয়াডাঙ্গী প্রেস ক্লাবের শীতবস্ত্র বিতরণ


ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী প্রেস ক্লাবের আয়োজনে দুই শতাধিক শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। রবিবার বিকালে বালিয়াডাঙ্গী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে এ শীতবস্ত্র বিতরণ করা হয়। 

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা পলাশ কুমার দেবনাথ। বালিয়াডাঙ্গী প্রেস ক্লাবের সভাপতি এন এম নুরুল ইসলামের সভাপতিত্বে সঞ্চালনা করেন বালিয়াডাঙ্গী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ আল মামুন জীবন বক্তব্য দেন বালিয়াডাঙ্গী থানার ওসি শওকত আলী সরকার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সামিয়েল মার্ডি, বালিয়াডাঙ্গী প্রেস ক্লাবের সহ-সভাপতি রশিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক ইলিয়াস আলী, কোষাধ্যক্ষ মাজেদুল ইসলাম হৃদয় প্রমুখ। 

এ সময় উপজেলা সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ আরাফাত হোসাইন, বালিয়াডাঙ্গী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম, বালিয়াডাঙ্গী প্রেস ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক জানে আলম, সহ-সাংগঠনিক সম্পাদক নুরে আলম সাদ্দাম, দপ্তর সম্পাদক হাসান আলীসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা পলাশ কুমার দেবনাথ তার বক্তব্যে বলেন, সীমান্তঘেষা উপজেলার শীতার্ত মানুষগুলোর কষ্ট লাঘব করতে গণমাধ্যম ও উপজেলা প্রশাসন একসাথে কাজ করছে। স্থানীয় বৃত্তবানদেরকেও শীতার্তদের সহযোগিতায় এগিয়ে আসার আহ্বান জানান।

 

নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ