ঢাকা , রবিবার, ০৫ জানুয়ারী ২০২৫ , ২১ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

দর্শকদের ভালো লাগাই আমার অনুপ্রেরণা অভিনেতা- মোঃ শামীম


আপডেট সময় : ২০২৪-১২-২৩ ২২:১০:২৯
দর্শকদের ভালো লাগাই আমার অনুপ্রেরণা অভিনেতা- মোঃ শামীম দর্শকদের ভালো লাগাই আমার অনুপ্রেরণা অভিনেতা- মোঃ শামীম
দর্শকদের ভালো লাগাই আমার অনুপ্রেরণা অভিনেতা, মোঃ শামীম


মোঃ ফয়জুল আলী শাহ, কুলাউড়া উপজেলা প্রতিনিধি:- সমসাময়িক সময়ের ব্যস্ততম একজন বিচক্ষণ অভিনেতা মো: শামীম, লাইভ স্টেজ প্রোগ্রামের পাশাপাশি বর্তমানে বিশেষ করে কমেডি নাটকের চরিত্রে  দর্শক নন্দিত এ শিল্পী, তবে চরিত্রের তারতম্যে ইমোশনাল সহ সকল ধরনের চরিত্রে ব্যস্ত সময় পার করছেন শিল্পী। সমসাময়িক দর্শকপ্রিয়তার কিছু কাজের মধ্যে খোট, বেয়াদব, এখনো ভালবাসি, এই দিনটারই, এই গল্পের নাম কি, আমি এখানেই থাকবো নাটক সহ ওয়েব ফিল্ম, দুই দিনের দুনিয়া, টাকশাল কাজগুলো বিশেষ ভাবে উল্লেখযোগ্য।

বর্তমান সময়ের সোশ্যাল মিডিয়ায় ফেসবুক রিলস ও টিকটকে সর্বোচ্চ ভাইরাল ক্লিপ জুতা নিজ দায়িত্বে রাখিবেন এবং কঞ্জুস-২ এর সৌদি ফেরত নায়িকার ভাই হিসেবে বহুল পরিচিত সবার কাছে মোঃ শামীম।

উক্ত কাজগুলো  দর্শকদের হৃদয়ে স্থান পেয়েছে ব্যপকভাবে মোঃ শামীমের মিডিয়াতে আগমন হয় স্টেজ প্রোগ্রামের মধ্য দিয়ে, তবে ২০০৬ সালে বিটিভিতে প্রথমবারের মতো অন্যরকম ম্যাগাজিন অনুষ্ঠানে অভিনয় মধ্যে মিডিয়া জগৎ আরো  এক ধাপ এগিয়ে যান শামীম, তারপর আগুন আহমেদ পরিচালিত ভ্রাম্যমাণ পাবলিক টয়লেট নাটক সহ মারুফ আহমেদ খান রিজভী প্রযোজিত পরান পাখি মোবাইল সেন্টার  উল্লেখযোগ্য কাজ হিসেবে স্থান পায় কাজের তালিকায়। ২০০৯ সালে এন টিভি শো হাসু সিজন-১ এর পার্টিসিপেট পর ২০১২ সালে সাঈদ তারেখ পরিচালিত এটি এন বাংলার ম্যাগাজিন অনুষ্ঠান কমেডি আর ব্যপক পরিচিতি প্রাপ্তিতে নিয়ে যায় উনাকে।

২০১৩ সালে প্রযোজক, ফাইট ডিরেক্টর দেলোয়ার হোসেন দিলুর হাত ধরে প্রথম বার বাংলা সিনেমা এক পলকের দেখা' তে কাজের সুযোগ পান গুণী এ অভিনেতা। তারপর থেকে মিডিয়া পাড়ায় আবারো নাম উঠতে থাকে শিল্পীর, ২০১৭ সালে হাসন ইউসুফ খান প্রযোজিত এন টিভির রিয়েলিটি শো "১৩ নং বোর্ডিং" কাজ সহ এখনো পর্যন্ত প্রায় পাঁচ শতাধিক নাটকে কাজ করেছেন মো: শামীম।

কাজের ব্যস্ততার মধ্যে আমাদের নিজেস্ব সাংবাদিকের বয়ানে মোঃ শামীম জানান, যে আমি সব সময়ি ভালো কিছু করার চেষ্টা করি অভিনয়ের জগৎ এ আমি বিশেষভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি যিনি আমাকে শুরু থেকে এ পর্যন্ত এগিয়ে নিয়ে যাবার জন্য তার ছায়া তলে ঠাঁই দিয়েছেন সে মানুষটা হচ্ছেন মোহাম্মদ নাজমুল হাসান একজন প্রধান সহকারী পরিচালক ছিলেন। তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।কাজের চাপ প্রচুর তার পরও নিজেকে বারে বারে নতুন ভাবে গড়ছি। আমার আরও ইচ্ছে আরও ভালো নাটক, ফিল্ম, ওয়েব সিরিজ, বিঙ্গাপনের কাজগুলো করার আর দর্শকদের আরও ভালোবাসা পেতে চাই কারন দর্শকের ভালো লাগাই আমার অনুপ্রেরণা, আরেকটা কথা না বললেই নয় আমি জনাব সিরাজ হায়দার স্যারের হাত ধরে রঙ্গনা নাট্য গুষ্টি  থিয়েটারের সাথে সংযুক্ত ২০১২ সাল থেকে এখনো আমি থিয়েটারের সাথে কাজ করে যাচ্ছি সবাই আমার জন্য দোয়া করবেন যেন সামনে আরও ভালো ভালো কাজ দিয়ে সবার পাশে থাকতে পারি, ধন্যবাদ সবাইকে।



 

নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ