ঢাকা , শনিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৫ , ১০ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ

সাহেবের চরে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ষাট হাজার টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৪-১২-২৩ ১৯:৪৯:৪০
সাহেবের চরে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ষাট হাজার টাকা জরিমানা সাহেবের চরে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ষাট হাজার টাকা জরিমানা

 
মাহফুজ রাজা,স্টাফ রিপোর্টার:
কিশোরগঞ্জের হোসেনপুরে অবৈধভাবে নদী থেকে ড্রেজার দিয়ে বালু উত্তোলনের অপরাধে মামুন মিয়া (৩২) নামের এক বালু ব্যবসায়ীকে ষাট হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। তিনি পাশ্ববর্তী গফরগাওঁ উপজেলার বহুতুলা গ্রামের আব্দুল ওয়াহেদের ছেলে।
 
সোমবার (২৩ ডিসেম্বর) সকালে উপজেলার সাহেবের চর এলাকায় সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফরিদ-আল-সোহান এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
 
তিনি বলেন, অবৈধভাবে ব্রহ্মপুত্র নদ থেকে ড্রেজার দিয়ে বালু উত্তোলনসহ বিভিন্ন অনিয়ম পরিলক্ষিত হওয়ায় বালু ব্যবস্থাপনা আইন ২০১০ অনুযায়ী ষাট হাজার টাকা অর্থদণ্ড প্রদান করে আদায় করা হয়। বালু উত্তোলন বন্ধে ভ্রাম্যমাণ আদালতের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও মন্তব্য করেন তিনি।



 

নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ