ঢাকা , রবিবার, ০৫ জানুয়ারী ২০২৫ , ২২ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

রাজশাহী মহানগরীতে সন্ত্রাসী কর্মকান্ডে জেলা ছাত্রলীগের সাবেক জয়েন্ট সেক্রেটারিসহ গ্রেফতার-১১

মাসুদ রানা রাব্বানী
আপডেট সময় : ২০২৪-১২-২৩ ১৯:২৩:২৯
রাজশাহী মহানগরীতে সন্ত্রাসী কর্মকান্ডে জেলা ছাত্রলীগের সাবেক জয়েন্ট সেক্রেটারিসহ গ্রেফতার-১১ রাজশাহী মহানগরীতে সন্ত্রাসী কর্মকান্ডে জেলা ছাত্রলীগের সাবেক জয়েন্ট সেক্রেটারিসহ গ্রেফতার-১১



মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা, নাশকতা ও সন্ত্রাসী কর্মকান্ডে যুবলীগ কর্মী ও জেলা ছাত্রলীগের সাবেক জয়েন্ট সেক্রেটারি-সহ বিভিন্ন অপরাধে ১১ জনকে গ্রেফতার করেছে থানা ও মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গত ২৪ ঘন্টায় রাজশাহী মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। নাশকতা ও সন্ত্রাসী কর্মকান্ডের অভিযোগে গ্রেফতারকৃত যুবলীগ কর্মী মীর হোসেন দীপু (৪৪), সে রাজশাহী জেলার শিবগঞ্জ থানার দাদনচক গ্রামের মৃত কফিল উদ্দিন টুলুর ছেলে ও জেলা ছাত্রলীগের সাবেক জয়েন্ট সেক্রেটারি মোঃ সাজ্জাদ আলী (৩২), সে জেলার দূর্গাপুর থানার বেলঘরিয়া এলাকার মোঃ ইদ্রিস আলীর ছেলে।

সোমবার বিকালে এ তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপ- পুলিশ কমিশনার (সদর), সাবিনা ইয়াসমিন। তিনি জানান, গত ২৪ ঘন্টায় মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা, বিস্ফোরণ ঘটানো ও সন্ত্রাসী কর্মকান্ডের অভিযোগে ২জন, অন্যান্য অপরাধে ৫জন এবং ওয়ারেন্টভ‚ক্ত ৪জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে সোমবার সকালে তাদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।



 

নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ