ঢাকা , রবিবার, ০৫ জানুয়ারী ২০২৫ , ২১ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে সমন্বিত খামার ও বায়োগ্যাস প্রযুক্তির প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন


আপডেট সময় : ২০২৪-১২-২৩ ১৯:১০:০৩
যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে সমন্বিত খামার ও বায়োগ্যাস প্রযুক্তির প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে সমন্বিত খামার ও বায়োগ্যাস প্রযুক্তির প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন


বানারীপাড়া (বরিশাল) প্রতিনিধি:

আজ বানারীপাড়া উপজেলা অডিটোরিয়ামে যুব ও ক্রীড়া মন্ত্রনালয়ের আওতায় যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন 'দরিদ্র বিমোচনের লক্ষ্যে ব্যাপক প্রযুক্তি নির্ভর সমন্বিত সম্পদ ব্যবস্থাপনা (ইমপ্যাক্ট)-৩পর্যায় (১ম সংশোধিত)' শীর্ষক প্রকল্পের সমন্বিত খামার স্থাপন ও সম্প্রসারণ এবং বায়োগ্যাস প্রযুক্তি বিষয়ক ৫দিন ব্যাপী প্রশিক্ষণ কোর্সের শুভ উদ্বোধন করা হয়। 

বানারীপাড়া যুব উন্নয়ন কর্মকর্তা জনাব মোঃ রফিকুল ইসলামের সভাপতিত্বে প্রায় অর্ধশতাধিক প্রশিক্ষণার্থীদের নিয়ে উপজেলা পরিষদ মিলনায়তনে এ প্রশিক্ষণের উদ্বোধন করা হয়। শুরুতেই সভাপতির সূচনা বক্তব্যে তিনি এ প্রশিক্ষণের গুরুত্ব ও প্রয়োজনীয়তা সবার সামনে অত্যন্ত সাবলীল ভাষায় উপস্থাপন করেন।

যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বানারীপাড়া উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ বায়েজিদুর রহমান। তিনি তার বক্তব্যে যুব প্রশিক্ষনার্থীদের বলেন, 'প্রশিক্ষণ হলো, এমন একটি বিষয় যা পড়াশোনা ও ব্যবহারিক অভিজ্ঞতার মধ্যবর্তী শূন্যস্থানকে পূরণ করে। সুতরাং আমাদের যুব সমাজের উচিত এই দক্ষতাকে কাজে লাগিয়ে সমৃদ্ধশীল বাংলাদেশ গড়ে তুলতে সচেষ্ট হওয়া।' 

উদ্বোধনী অনুষ্ঠানে বানারীপাড়া জামায়াতের পৌর আমীর জনাব কাওসার হোসাইন বলেন, 'আমরা যে সমৃদ্ধ ও কাঙ্ক্ষিত একটি বাংলাদেশের স্বপ্ন দেখি তা বাস্তবায়নের জন্য এই তরুন যুব সমাজকে আবশ্যিকভাবে বিভিন্ন কাজের দক্ষতা অর্জন করতে হবে এবং সে অনুযায়ী নিজেকে পরিচালিত করে সাবলম্বী হতে হবে।' পাশাপাশি তিনি সমাজ পরিবর্তনের জন্য প্রশিক্ষণার্থীদের কিছু ধর্মীয় ও নৈতিক বিষয়েও দিকনির্দেশনা দেন।

পূর্বেও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজিত এসব প্রশিক্ষণের মাধ্যমে অনেকেই সাবলম্বী হয়ে সফলতার মুখ দেখেছেন বলে জানা যায়। ভবিষ্যতে যেন এই ধারাবাহিকতা আরো বৃদ্ধি পায় সেই প্রত্যাশা নিয়েই এগিয়ে যাচ্ছে যুব উন্নয়ন অধিদপ্তর।


 

নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ