পিরোজপুরের নাজিরপুরে ২ রোহিঙ্গা যুবক আটক
পিরোজপুরের নাজিরপুরে ২ রোহিঙ্গা যুবক আটক
বিশেষ প্রতিনিধি:
পিরোজপুরের নাজিরপুর উপজেলায় দুই রোহিঙ্গা যুবককে আটক করেছে নাজিরপুর থানা পুলিশ।
রবিবার (২২ ডিসেম্বর) সন্ধ্যার দিকে নাজিরপুর থানা পুলিশের এস আই সরোয়ার হোসেন গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার পিরোজপুর টু ঢাকা মহাসড়কের চিথলিয়া এলাকা থেকে সঙ্গীয় ফোর্স নিয়ে তাদের আটক করেন।
আটককৃতরা হলেন, কক্সবাজারের উখিয়া উপজেলার জি-ক্যাম্প ১৪ ট্যাংকখালী হাকিম পাড়া এলাকার আনোয়ার আলীর পুত্র রোহিঙ্গা মনির আলম (৪০) এবং একই ক্যাম্পের জাহিদ হোসেনের পুত্র মোঃ শফিক (২১)।
এবিষয়ে রাত ৮ টায় নাজিরপুর থানায় প্রেস ব্রিফিং এর মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন পিরোজপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নাসরিন জাহান।
প্রেস ব্রিফিং এ তিনি বলেন, আটককৃতরা কি উদ্দেশ্যে আসছে বা কারা এনেছে সে বিষয় এখনও নিশ্চিত করা যাচ্ছে না। তবে খতিয়ে দেখা হচ্ছে কাদের মাধ্য এখানে এসেছে এবং কেন আসছে।
নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin
কমেন্ট বক্স