ঢাকা , সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪ , ৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

বুড়িচংয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে জোরপূর্বক গাছ কাটার অভিযোগ


আপডেট সময় : ২০২৪-১২-২২ ২২:৫২:৫৮
বুড়িচংয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে জোরপূর্বক গাছ কাটার অভিযোগ বুড়িচংয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে জোরপূর্বক গাছ কাটার অভিযোগ


মোঃ আবদুল্লাহ বুড়িচং (কুমিল্লা) প্রতিনিধি:

কুমিল্লা বুড়িচং উপজেলার পাহাড়পুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে জোরপূর্বক গাছ কাটার অভিযোগ উঠেছে প্রতিবেশী শাহ আলম ও তার ছেলেদের বিরুদ্ধে। গত ২১ ডিসেম্বর শনিবার সকালে বুড়িচং উপজেলার পাহাড়াপুর দারোগা বাড়িতে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় ভুক্তভোগী মোসা. শাহিন আক্তার ৫ জনকে অভিযুক্ত করে বুড়িচং থানায় একটি অভিযোগ করেন। অভিযুক্ত ব্যক্তিরা হলেন, মো. সজিব মিয়া, মো. রাজিব মিয়া, মো. শাহ আলম, মোসা. লাকি আক্তার ও আবুল কাসেম সহ আরো ২/৩ জন অজ্ঞাত।

অভিযোগের ভিত্তিতে জানা যায়, গত ২০ ডিসেম্বর শাহিন আক্তারের বাড়ির পাশে জায়গা মাপতে আমিন আনেন শাহ আলম। এ সময় তার জায়গা মাপার কারন জানতে চাইলে শাহিন আক্তারকে গালমন্দ করে শাহ আলম। পরের দিন ২১ ডিসেম্বর সকালে শাহ আলম তার ছেলেদের নিয়ে এসে শাহিন আক্তারের নিজের জায়গা কাট গাছ জোরপূর্বক কেটে ফেলে। এবং শাহিন আক্তারকে হুমকি দিয়ে আসে যদি এ বিষয়ে থানায় অভিযোগ করে তাহলে তার বাড়ি ঘর আগুন দিয়ে জালিয়ে দেবে। 

ভুক্তভোগী শাহিন আক্তার বলেন, আমার প্রতিবেশী শাহ আলম গত ২০ তারিখ আমিন এনে জায়গা মাপজোপ করে। এসময় আমার জায়গা মাপতে আসলে আমি জিজ্ঞেসা করতে যাই। তখন সে আমাকে গালাগালি করে। পরে ২১ তারিখ শনিবার সে তার ছেলেদেরকে সাথে নিয়ে আমার প্রায় ১ লাখ টাকার গাছ জোরপূর্বক কেটে ফেলে।  এ বিষয়ে আমি থানায় অভিযোগ করলে আমার বাড়ি ঘর জালিয়ে দিবে বলে হুমকি দেয়। আমি অসহায় হয়ে বুড়িচং থানায় অভিযোগ করেছি। আমি প্রশাসনের সহযোগিতা চাই।

এ বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত শাহ আলমকে একাধিক বার ফোন করেও পাওয়া যায়নি। এ বিষয়ে বুড়িচং থানার অফিসার ইনচার্জ মো. আজিজুল হক বলেন, অভিযোগ যেহেতু করেছে তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

 

নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ