ঢাকা , সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪ , ৯ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

তরুণ প্রজন্মের নেতৃত্বে বাংলাদেশ জাতীয় পার্টি সংসদ দখল করবে, সাংগঠনিক সম্পাদক ইলিয়াস হোসেন

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৪-১২-২২ ২২:২৮:৫৬
তরুণ প্রজন্মের নেতৃত্বে বাংলাদেশ জাতীয় পার্টি সংসদ দখল করবে, সাংগঠনিক  সম্পাদক ইলিয়াস হোসেন তরুণ প্রজন্মের নেতৃত্বে বাংলাদেশ জাতীয় পার্টি সংসদ দখল করবে,সাংগঠনিক সম্পাদক ইলিয়াস হোসেন


ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: বাংলাদেশ জাতীয় পার্টির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মোঃ ইলিয়াস হোসেন মাতব্বর বলেছেন, গত ১৭ বছর স্বৈরশাসক শেখ হাসিনা বিভিন্ন অন্যায়ের মাধ্যমে দেশের রাজনীতিকে কুলষিত করেছে। গুম, খুনের মাধ্যমে ভীতি কায়েম করেছিল। কিন্তু বাংলাদেশ ছাত্র সমাজকে পিছপা করতে পারেনি। এই ছাত্র সমাজ তাদের রক্তের বিনিময়ে শেখ হাসিনাকে গদি ছাড়তে বাধ্য করেছে।

তিনি আজ রবিবার সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়া শহরের সুর সমরাট দি আলাউদ্দিন সঙ্গীতাঙ্গনে বাংলাদেশ জাতীয় ছাত্র সমাজ জেলা শাখা আয়োজিত ছাত্র সমাগমে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। 

তিনি আরো বলেন, ১৯৭১ সালের স্বাধীনতার পর রাজনৈতিক সংকটকালে বিএনপির সৃষ্টি হয়। যা বর্তমানে বৃহৎ দল। তবে ২০২৪ সালের আগস্টে ছাত্র সমাজের রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতার পর দেশের সবচেয়ে বৃহৎ দল হবে বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি)। তিনি বলেন, বিগত ১৭ বছর প্রতিবেশী দেশ ভারত নানাভাবে দেশকে শোষণ করেছে। এখন তারা চট্টগ্রামকে তাদের অংশের সাথে যুক্ত করতে চায়। তাদের উদ্দেশ্যে বলব, ভারতীয় সেনাবাহিনীকে প্রতিহত করতে ব্রাহ্মণবাড়িয়ার জনগনই যথেষ্ট।

সবশেষে তিনি বলেন, তরুন প্রজন্ম যেহেতু বাংলাদেশ জাতীয় পার্টির নেতৃত্বের হাল ধরেছে আগামীতে (বিজেপি) সংসদ দখল করবে। অনুষ্ঠানে বাংলাদেশ জাতীয় ছাত্র সমাজের কেন্দ্রীয় সদস্য শাহরিয়ার হোসাইন আরিফ ও জেলা জাতীয় ছাত্র সমাজের জেলা শাখার প্রধান সংগঠক মেহেদী মোহাম্মদ নিশাদের পরিচালনায় প্রধান আলোচক ছিলেন বাংলাদেশ জাতীয় ছাত্র সমাজ কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক মোঃ সাইফুল ইসলাম।

বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয় যুব সংহতি কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক হারুন অর রশিদ, বাংলাদেশ জাতীয় ছাত্র সমাজ কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক নুরুল আলম বাঁধন ও আবিদ চৌধুরী। ছাত্র সমাগম উপলক্ষে জেলার বিভিন্ন উপজেলা থেকে জাতীয় ছাত্র সমাজের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন

 

নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ