পিরোজপুরে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নের কৌশল সনাক্তকরণে কর্মকর্তাদের উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত
পিরোজপুরে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নের কৌশল সনাক্তকরণে কর্মকর্তাদের উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত
বিশেষ প্রতিনিধি: পিরোজপুরে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নের কৌশল সনাক্তকরণে দায়ীত্বপ্রাপ্ত কর্মকর্তাদের উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকেলে পৌর মিলনায়তনে উন্নয়ন সংস্থা গ্রাম বাংলা উন্নয়ন কমিটি ও পিপলস্ ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (পিডিএফ) এর যৌথ আয়োজনে এ সভক অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য দেন, স্থানীয় সরকার উপ-পরিচালক (ডিডিএলজি)ও পৌর প্রশাসক মোঃ আসাদুজ্জামান। পিডিএফ নির্বাহী পরিচালক মোঃ রফিকুল ইসলাম পান্নার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, বিশেষ অতিথি নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাহমিদা খানম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ ফরিদা ইয়াসমিন।
এ সময় অন্যের মধ্যে বক্তব্য দেন, গণ উন্নয়ন সমিতির নির্বাহী পরিচালক জিয়াউল হাসান, পৌর নির্বাহী কর্মকর্তা বনি আমিন, প্রেস ক্লাব সহ-সভাপতি মোঃ খেলাফত হোসেন খসরু, গ্রাম বাংলা উন্নয়ন কমিটির প্রোগ্রাম অফিসার মোঃ নাইমুল ইসলাম প্রমুখ। তামাক নিয়ন্ত্রণে বাংলাদেশের আইন বাস্তবায়নের লক্ষ্যে সংশ্লিষ্ট আইন প্রয়োগকারী সংস্থা ও স্থানীয় সরকার প্রতিষ্ঠান সমূহের প্রাতিষ্ঠানিক প্রক্রিয়াসমূহ উদ্ধার করনসহ তামাক নিয়ন্ত্রণ আইন সক্রান্তে বিভিন্ন বিষয়ে আলোকপাত করা হয়।
নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin
কমেন্ট বক্স