বোয়ালখালীতে চোরাই মদসহ গ্রেপ্তার এক
বোয়ালখালীতে চোরাই মদসহ গ্রেপ্তার এক
এম মনির চৌধুরী রানা চট্টগ্রাম: চট্টগ্রামের বোয়ালখালীতে ৭০০ লিটার চোলাই মদসহ রিমন দাস (২৫) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (২১ ডিসেম্বর) দিবাগত রাত সাড়ে ১০টায় দিকে উপজেলার ৫ নং সারোয়াতলী ইউনিয়নের উত্তর কঞ্জুরী গ্রামের পুকুর পাড়ে অভিযান পরিচালনা করে পুলিশ। এ সময় উত্তর কঞ্জুরী গ্রামের হরিপদ মেম্বার বাড়ির শ্যামল দাসের ছেলে রিমনকে গ্রেপ্তার করা হয়। তার হেফাজতে থাকা প্লাস্টিকের বস্তা ভর্তি ৭০০ লিটার দেশীয় তৈরি চোলাই মদ জব্দ করা হয়।
বয়ালখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম সরোয়ার বলেন, এ বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় ৪ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামি রিমনকে আজ ২২ ডিসেম্বর রবিবার আদালতে পাঠানো হয়েছে। অপর আসামিদের গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।
নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin
কমেন্ট বক্স