পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুর জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক সাংসদ বীর মুক্তিযোদ্ধা গাজী নুরুজ্জামান বাবুলের স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। স্মরণসভায় প্রেসক্লাব সভাপতি এস এম রেজাউল ইসলাম শামীম এর সভাপতিত্বে ও সহ সভাপতি খেলাফত হোসেন খসরু এর সঞ্চালনায় শুক্রবার (২০ ডিসেম্বর) বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট আবুল কালাম আকন, বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম বাতেন, বীর মুক্তিযোদ্ধা গৌতম নারায়ণ রায় চৌধুরী, রেজাউল হক রিয়াজ, অ্যাডভোকেট মনিরুল ইসলাম মনির, ইমরান আহমেদ সজীব, গাজী নুরুজ্জামান বাবুলের পুত্র গাজী কামরুজ্জামান শুভ্র। এ সময় প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এর আয়োজন করেন সাংবাদিক আরিফ মোস্তফা।