রায়গঞ্জে ভিত্তিপ্রস্তর স্হাপণ হলেও আজও শুরু করা হয়নি পুলিশ ফাঁড়ির নির্মাণ কাজ
আপডেট সময় :
২০২৪-১২-২২ ১৮:৪৮:৪০
রায়গঞ্জে ভিত্তিপ্রস্তর স্হাপণ হলেও আজও শুরু করা হয়নি পুলিশ ফাঁড়ির নির্মাণ কাজ
মোঃ মোকাদ্দেস হোসাইন সোহান, রায়গঞ্জ, সিরাজগঞ্জঃ সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলার ৮ নং পাঙ্গাসী ইউনিয়নসহ আশপাশের সাধারণ মানুষের জানমাল ও সার্বিক নিরাপত্তার লক্ষে উপজেলার পাঙ্গাসী লায়লা মিজান স্কুল এন্ড কলেজের উত্তরে শুধুমাত্র ভিত্তিপ্রস্তর স্হাপন করা হলেও বছরের পর বছর পার হলেও এখনো শুরু করা হয়নি পুলিশ ফাঁড়ির নির্মাণ কাজ। ভিত্তিপ্রস্তর ও চারিদিকে বাউনডারি করা থাকলেও ভিতরে কিছুই নেই। আছে শুধু পানি, কস্তুরি ও গরুর গোবর। এতিমের মতো তাকিয়ে আছে লাল রঙ্গের স্টিলের ব্যাড়াগুলো।
পাঙ্গাসী সহ আশপাশের মানুষের জানমালের সার্বিক নিরাপত্তার কথা ভেবে বিগত আনুমানিক প্রায় ৭/৮ বছর আগে পুলিশ ফাঁড়ির ভিত্তিপ্রস্তর স্হাপন করা হয়। এরপর দির্ঘদিন অতিবাহিত হলেও নির্মাণ কাজের দৃশ্যমান অগ্রগতি হচ্ছে না। অনেকাংশ জায়গা জুড়ে চারদিকে বাউন্ডাড়ীসহ পূর্বদিকে রয়েছে একটি গেড। আর ভিতরের সব জায়গা আড়া-জঙ্গলে ভরে রয়েছে। এলাকার বেশ কয়েক জনের সাথে কথা হলে তারা জানান, এখানে একটি পুলিশ ফাঁড়ি করা খুবই দরকার।
তাছাড়া মানুষের জানমালের নিরাপত্তার কথা ভেবে বিগত প্রায় ৭/৮ বছর আগে একটি পুলিশ ফাঁড়ির ভিত্তিপ্রস্তর স্হাপণ করা হলেও আজও শুরু করা হয়নি নির্মাণ কাজ। এখানেে অবস্থিত পুলিশ ফাঁড়িটির নির্মাণ কাজ করা হলে অত্রাঞ্চলের মানুষের জানমালের নিরাপত্তার জন্য পুলিশ খুব দ্রুতই ব্যবস্হা নিতে পারবে। এমতাবস্হায় উক্ত পুলিশ ফাঁড়ির নির্মাণ কাজ দ্রুত সময়ের মধ্যে শুরু করার জন্য সংশ্লিস্ট কর্তৃপক্ষের নিকট জোড়দাবি জানিয়েছেন অত্র এলাকাবাসী।
নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin
কমেন্ট বক্স