ঢাকা , রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪ , ৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

বানারীপাড়ায় বিএনপি নেতা সবুর মেম্বারের সন্ত্রাসী বাহিনীর অপকর্মের প্রতিবাদে মানববন্ধন


আপডেট সময় : ২০২৪-১২-২২ ১৪:৫৩:৪৫
বানারীপাড়ায় বিএনপি নেতা সবুর মেম্বারের সন্ত্রাসী বাহিনীর অপকর্মের প্রতিবাদে মানববন্ধন বানারীপাড়ায় বিএনপি নেতা সবুর মেম্বারের সন্ত্রাসী বাহিনীর অপকর্মের প্রতিবাদে মানববন্ধন


বানারীপাড়া উপজেলা প্রতিনিধি: বানারীপাড়ায় বৈষম্যের বিরোধী ছাত্র আন্দোলনের আয়োজনে কুখ্যাত বিএনপি নেতা সবুর মেম্বারের বিভিন্ন অপকর্ম ও তার সন্ত্রাসী বাহিনী কর্তৃক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা মোঃ নাইমুল ইসলামের উপরে অতর্কিত হামলার প্রতিবাদ ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বানারীপাড়া গণমাধ্যম ভবনের সামনে মানববন্ধন কর্মসূচী পালন করা হয়েছে। 

বিগত ২০শে ডিসেম্বর শিয়ালকাঠী মাহফিলের সভাপতি পদকে কেন্দ্র করে ছাত্রনেতা নাইমুল ইসলামের উপরে অতর্কিত হামলা চালায় সবুর মেম্বার ও তার সাথীরা। পরক্ষনে তাকে হত্যার হুমকি দেয়া হয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা। 

আন্দোলনকারীরা জানান, বিএনপি নেতা সবুর মেম্বার একাধিক দুর্নীতি ও অপরাধের সাথে জড়িত। তার বিরুদ্ধে বানারীপাড়া খেয়াঘাটের অবৈধ দখল, গরদ্দার বাড়ি শহিদ হাওলাদারের মেয়েকে ধর্ষনের চেষ্টা, গরদ্দার খেজুরতলা রাস্তার পশ্চিমপার্শ্বের সরকারী খাস জমি বিক্রির পরে আবার দখল, বানারীপাড়া ফেরীঘাট নির্মানাধীন ব্রিজের পূর্ব পাশের সরকারী খালের দক্ষিণ পাশ দখল করে বালু ভরাট, শিয়ালকাঠী খেয়াঘাট মসজিদের জমিদাতা খলিলুর রহমান মোল্লাকে স্ব-পরিবারে ঘরছাড়া করা, বিভিন্ন জায়গায় চাদাবাজী, চাদা না দিলে হামলা করা, ভিডব্লিউবি কার্ড প্রদানের নামে বাইশারী ইউনিয়নের মহিলাদের থেকে টাকা আদায়, রাজনৈতিক প্রভাব খাটিয়ে অবৈধভাবে মসজিদ ও মাহফিলের সভাপতির পদ দখল ইত্যাদির মতো একাধিক দুর্নীতির দৃষ্টান্তমূলক শাস্তির দাবি নিয়ে উক্ত মানবন্ধনে উপস্থিত হন এলাকার জনগণ।

আন্দোলনরত কর্তৃপক্ষরা আরো জানান যে, বানারীপাড়া উপজেলার মসজিদবাড়ী গ্রামের সন্ধ্যা নদী হইতে সবুর মেম্বার ও তার সদস্যরা প্রকাশ্য দিবালোকে অনিয়ন্ত্রিতভাবে বালু উত্তোলন করায় মসজিদ বাড়ি এলাকা এখন প্রচন্ড নদী ভাঙোনোর কবলে পরে জনসাধারণের বাড়িঘর বিলীন হয়ে যায়।

সবুর গুন্ডা বাহিনীর এই নির্মম অত্যাচারে এলাকার জনসাধারণ অতিষ্টপ্রায়। কিন্তু সবুর মেম্বার ও তার দলবলের ভয়ে এলাকাবাসী মুখ খুলতে ভয় পাচ্ছে বলে জানান স্থানীয়রা। তারা প্রশাসনকে তাদের ব্যাপারে সুষ্ঠু তদন্তের মাধ্যমে যথাযথ ব্যবস্থা গ্রহন করার আহ্বান জানিয়েছেন। 
 

নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ