মোঃ মোস্তাফা মিয়া,পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি: রংপুরের পীরগঞ্জ উপজেলার জাফরপাড়া উচ্চ মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন রাস্তায় মিশু ভ্যানের ধাক্কায় আবির (০৬) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
জানা যায়, শনিবার দুপুরে আবির বিদ্যালয় সংলগ্ন রাস্তায় তার সহপাঠী'র সাথে এসেছিলো এমতাবস্থায় রাস্তা পারাপারের সময় দ্রুতগামী একটি পীরগঞ্জ টু খালাশপীরগামী মিশু ভ্যান তাকে ধাক্কা দেয়। এতে মাথায় গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা আবিরকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার সময় পথিমধ্যে নিহত হন।
নিহত আবির উপজেলার মদনখালী ইউনিয়নের বাবনপুর গ্রামের মোঃ রুবেল মিয়ার একমাত্র ছেলে। সে স্থানীয় জাফরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক-প্রাথমিকের ছাত্র ছিলো।
পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) ফারুক আহমেদ বলেন, শিশুর পরিবারের পক্ষে এখনো কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনি ব্যাবস্থা গ্রহণ করা হবে।
স্থানীয়রা জানান, রাস্তায় বেপরোয়া যান চলাচল প্রায়ই দুর্ঘটনার কারণ হয়ে দাঁড়াচ্ছে। এ বিষয়ে প্রশাসনের দ্রুত পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন তারা।