দেশে সুষ্ঠু রাজনৈতিক প্রতিযোগিতা ফিরিয়ে আনতে হবে: মুহাম্মদ শাহজাহান
দেশে সুষ্ঠু রাজনৈতিক প্রতিযোগিতা ফিরিয়ে আনতে হবে: মুহাম্মদ শাহজাহান
নিজস্ব প্রতিবেদক
দেশে সুষ্ঠু রাজনৈতিক প্রতিযোগিতা ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও নির্বাহী পরিষদ সদস্য মাওলানা মুহাম্মদ শাহজাহান। শনিবার চাঁদপুর কচুয়া উপজেলা আয়োজিত পৌরসভার হযরত নেয়ামত শাহ উচ্চ বিদ্যালয় মাঠে দিনব্যাপী এক কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
মুহাম্মদ শাহজাহান আরও বলেন, ছাত্র-জনতার আন্দোলনে দীর্ঘ ১৭ বছরের আওয়ামী ফ্যাসিজমের কবল থেকে জনগণ মুক্তি পেয়েছে। অবৈধভাবে ক্ষমতায় ঠিকে থাকতে আওয়ামী লীগ গণহত্যা চালিয়ে শেষ রক্ষা হয়নি। এ থেকে ভবিষ্যত ফ্যাসিবাদীদের জন্য শিক্ষা রয়েছে। জামায়াতে ইসলামী জম্মলগ্ন থেকেই জনগণের কল্যাণে ভূমিকা পালন করে আসছে। যে কোন দুর্যোগকালীন জামায়াত সাধ্যমতে সবটুকু উজাড় করে মানুষের পাশে দাঁড়িয়েছে। ৫ আগস্ট পরবর্তী সময়ে জামায়াতের প্রতি জনগণের আগ্রহ তৈরি হয়েছে। জনগণের সেই আগ্রহ ও ভালোবাসাকে কাজে লাগিয়ে জনগণের প্রত্যাশা পূরণে জামায়াতের নেতা-কর্মীদেরকে ময়দানে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।
তিনি বলেন, আমাদের সাবেক আমীরে জামায়াত থেকে শুরু করে জাতীয় নেতৃবৃন্দকে তথাকথিত মানবতা বিরোধী অপরাধের বিচারের নামে শহীদ করা হয়েছে। অথচ আমাদের ২ জন শীর্ষ নেতৃবৃন্দ সরকারের দুটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় পরিচালনা করেছেন। তাদের বিরুদ্ধে এক টাকারও দুর্নীতির প্রমাণ কেউ দিতে পারেনি, পারবেও না কোনদিন। কোরআনের পাখি আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীকে (রাহি:) তিলে তিলে কষ্ট দিয়ে জেলখানার মধ্যে শহীদ করেছেন, যিনি দীর্ঘদিন যাবৎ মানুষকে কুরআনের বাণী শুনিয়েছেন। আমরা আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য মানুষের কল্যাণে কাজ করি। বাংলাদেশের সবুজ ভুখণ্ডে ন্যায় ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে চাই। মামলা-হামলা জুলুম-নিপীড়ন চালিয়ে ইসলামী আন্দোলনের কর্মীদের দমিয়ে রাখা যায়নি। মানবতার মুক্তি ও একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠায় কুরআন-সুন্নাহ ভিত্তিক রাষ্ট্র বিনির্মাণে জামায়াতে ইসলামীর প্রত্যেক স্তরের জনশক্তিদেরকে পরিপূর্ণ মুত্তাকী হিসেবে নিজেদের গড়ে তুলতে হবে। সমাজ পরিবর্তনের আগে নিজেকে পরিবর্তন করতে হবে। তাহলে ইহকালীন সাফল্য ও পরকালীন মুক্তির পথ আমাদের জন্য সুগম হবে, ইনশাআল্লাহ।
কচুয়া উপজেলা শাখার আমীর এড.আবু তাহের মেসবাহর সভাপতিত্বে ও সেক্রেটারি মাওলানা মোহাম্মদ আলীর পরিচালনায় কর্মী সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য মাওলানা বিল্লাল হোসেন মিয়াজী, চাঁদপুর জেলার নায়েবে আমীর এডভোকেট মাসুদুল ইসলাম বুলবুল, সেক্রেটারি এড.শাহজাহান মিয়া, জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মুহাদ্দিস আবু নছর আশরাফী, চাঁদপুর জেলার সহকারী সেক্রেটারি অধ্যাপক আবুল হোসাইন, সাবেক আমীর অধ্যক্ষ আব্দুর রহিম পাটওয়ারী, কুমিল্লা বিশ্ববিদ্যালয় থানা শাখার আমীর মো. শাহাদাত হোসাইন প্রমূখ।
উক্ত সম্মেলনে আরও বক্তব্য রাখেন, কচুয়া শাখার নায়েবে আমীর মাস্টার সিরাজুল ইসলাম, পৌর আমীর মাওলানা আমিনুল হক মীর আজহারী, সেক্রেটারি মো. মনির হোসাইন সাইদ, কচুয়া উত্তর ইউনিয়নের সভাপতি অধ্যাপক এমদাদ উল্যাহ, জামায়াত নেতা মোসলেহ উদ্দিন আলমগীর, কুদ্দুছ মিয়া, জসিম উদ্দিন মিয়াজী, মুফতি মাসুম বিল্লাহ, মাওলানা জসিম উদ্দিন প্রমূখ।
প্রধান অতিথির বক্তব্যে মুহাম্মদ শাহজাহান আরও বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে দুর্নীতি ও চাঁদাবাজমুক্ত বাংলাদেশ গড়তে জামায়াতে ইসলামীকে সমর্থন করার এবং আগামী সংসদ নির্বাচনে মুহাদ্দিস আবু নছর আশরাফীকে জামায়াতে ইসলামীর দলীয় প্রার্থী হিসেবে ঘোষণা প্রদান করেন, জামায়াতে ইসলামীর প্রার্থীকে ভোট দিয়ে অন্যায় ও চাঁদাবাজমুক্ত কচুয়া গড়তে তিনি সবাইকে উদাত্ত আহ্বান জানান।
নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin
কমেন্ট বক্স