ঢাকা , রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪ , ৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

বুড়িচং বাকশীমূল ইউনিয়ন স্টুডেন্টস ওয়েলফেয়ার এসোসিয়েশনের মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৪-১২-২১ ২৩:৫১:০৪
বুড়িচং বাকশীমূল ইউনিয়ন স্টুডেন্টস ওয়েলফেয়ার এসোসিয়েশনের মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত বুড়িচং বাকশীমূল ইউনিয়ন স্টুডেন্টস ওয়েলফেয়ার এসোসিয়েশনের মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

সৌরভ মাহমুদ হারুন
"শিকড়ের টানে, সমাজের কল্যাণে"
এ স্লোগানকে সামনে রেখে বাকশীমূল ইউনিয়ন স্টুডেন্টস ওয়েলফেয়ার এসোসিয়েশন কুমিল্লার বুড়িচং উপজেলার বাকশীমূল ইউনিয়নের মেডিকেল, ইঞ্জিনিয়ারিং, বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থীদের অরাজনৈতিক সংগঠনের উদ্যোগে মেধা বৃত্তি পরীক্ষা ২০২৪ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার দুপুর থেকে কালিকাপুর আব্দুল মতিন খসরু সরকারি কলেজে ২নং বাকশীমূল ইউনিয়নের প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ে তৃতীয়, চতুর্থ, পঞ্চম এবং দশম শ্রেণীর প্রায় চারশত জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে। বাকশীমূল ইউনিয়ন স্টুডেন্টস ওয়েলফেয়ার এসোসিয়েশন বৃত্তি পরীক্ষার আহ্বায়ক মো: রাশেদুল ইসলাম, বিসিএস (সাধারণ শিক্ষা) প্রভাষক (বাংলা), দেবিদ্বার সুজাত আলী সরকারি কলেজ, কুমিল্লা এবং সদস্য সচিব মোঃ হাবিবুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক, বাকশীমূল ইউনিয়ন স্টুডেন্ট এসোসিয়েশন। 

মেধা বৃত্তি পরীক্ষা ২০২৪ কেন্দ্র পরিদর্শন এবং সার্বিক সহযোগিতায় ছিলেন অগ্রণী ব্যাংক লিমিটেড মনোহরপুর শাখার প্রিন্সিপাল অফিসার মোঃ আরিফুর রহমান, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয় এর অর্থপেডিক্স বিভাগের কনসালটেন্ট, ডা: গাজী মোহাম্মদ আরিফুর রহমান, শংকুচাইল ডিগ্রী কলেজের প্রভাষক মোঃ জামাল হোসেন, অগ্রণী ব্যাংক পিএলসি শংকুচাইল বাজার শাখার অফিসার কাজী মেহেদী হাসান, গ্রিস প্রবাসী মোঃ মুকুল হোসেন, ৪১তম ও ৪৩তম বিসিএসে নন-ক্যাডার সুপারিশপত্র মোঃকাউছার আহমেদ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মোঃ জোবায়ের আহমেদ খান, প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক , বাকশীমূল ইউনিয়ন স্টুডেন্টস ওয়েলফেয়ার এসোসিয়েশন, ফাহাদ ইবনে জহির, প্রতিষ্ঠাতা সহ - সভাপতি, বাকশীমূল ইউনিয়ন স্টুডেন্টস ওয়েলফেয়ার এসোসিয়েশন, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাবেক সভাপতি আহমেদ উল্লাহ, সাবেক সভাপতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী রিফাত বিন সাত্তার, সংগঠনের সভাপতি রকিবুল ইসলাম জনি এবং সাধারণ সম্পাদক মোঃসাইফুল ইসলাম।

সংগঠনের সভাপতি রকিবুল ইসলাম জনি বলেন, সকল শিক্ষার্থী, অভিভাবক ,বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শ্রদ্ধেয় শিক্ষকবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ সাংবাদিকসহ সকলকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করেন। আগামী দিনেও মেধাবৃত্তি পরীক্ষার ধারাবাহিকতা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন। সংগঠনের সাধারণ সম্পাদক মোঃসাইফুল ইসলাম বলেন বাকশিমুল ইউনিয়নের সকল সুশীল সমাজ, গণ্যমান্য ব্যক্তিবর্গ আগামী দিনে শিক্ষার উন্নয়নে আমাদের পাশে থাকবে বলে আশা প্রকাশ করেন।



 


নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ