ড.মোঃ ফরহাদ হোসেনের স্মৃতির চরণ ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
আপডেট সময় :
২০২৪-১২-২১ ২৩:৩০:২৮
ড.মোঃ ফরহাদ হোসেনের স্মৃতির চরণ ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
মোঃ গিয়াস উদ্দিন, বরিশাল সদর উপজেলা প্রতিনিধিঃ-
ড.মোঃ ফরহাদ হোসেন। উপসচিব - মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা মন্ত্রণালয়।
তাহার আকস্মিক মৃত্যুতে,
জাতীয় প্রেসক্লাব ভবনের তৃতীয় তলায়, ২১/১২/২০২৪ইং সকাল ১০ ঘটিকায়, মুলাদী ফোরামের আয়োজনে "স্মৃতির চরণ ও দোয়া অনুষ্ঠানে" প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
প্রফেসর ডঃ মোঃ শাহ-ই -আলম,
ভাইস চ্যান্সেলর শান্ত -মারিয়াম ইউনিভার্সিটি।
গেস্ট অফ অনারঃ ডঃ মুহাম্মদ মোস্তাফিজুর রহমান সচিব বাংলাদেশ পরিকল্পনা কমিশন।
সভাপতিত্ব করেন :-ডঃ মোঃ মিজানুর রহমান অর্থনীতিবিদ।
উপস্থিত ছিলেন, একে আজাদ জুয়েল সচিব (সভাপতি মুলাদী মাহমুদ জান মাধ্যমিক বিদ্যালয়ের অ্যালার্ম নাই অ্যাসোসিয়েশনের সভাপতি) মোহাম্মদ শহীদুল ইসলাম অবসরপ্রাপ্ত পুলিশ সুপার (সাধারণ সম্পাদক.এলার্ম নাই এসোসিয়েশন, মুলাদি সরকারি মামুদজান মাধ্যমিক বিদ্যালয়)।
আরো উপস্থিত ছিলেন, মুলাদির ঢাকায় চাকুরীরত সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের উচ্চমানের কর্মচারী কর্মকর্তা বিভিন্ন সূধী গুণীজন।উপস্থিত থেকে তাহার স্মৃতিচারণ করেন। কীর্তিমান ড. ফরহাদ হোসেন ছিল অত্যন্ত একজন ভালো মানুষ, গত ৭ই ডিসেম্বর ২০২৪ইং বিকেল বেলা মীরগঞ্জ থেকে মাহিন্দ্র যোগে মুলদী আসার পথে সড়ক দুর্ঘটনায় মৃত্যুবরণ করেন। ( ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) কীর্তিমান ডঃ ফরহাদ হোসেনের স্মৃতিচারণ আলোচনায় অনেক আবেগে আপ্লুত হয়। সর্বশেষে দোয়া মোনাজাত পরিচালনা করা হয়।
নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin
কমেন্ট বক্স