ঢাকা , রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪ , ৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

পারিবারিক কলহের জেরে আপন ভাই জলিল হত্যা মামলার অন্যতম পলাতক আসামি সাগরকে গ্রেফতার করেছে র‌্যাব।

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৪-১২-২১ ২১:৪৭:৪৮
পারিবারিক কলহের জেরে আপন ভাই জলিল হত্যা মামলার অন্যতম পলাতক আসামি সাগরকে গ্রেফতার করেছে র‌্যাব। পারিবারিক কলহের জেরে আপন ভাই কর্তৃক তুরাগ থানার চাঞ্চল্যকর জলিল হত্যা মামলার অন্যতম পলাতক আসামি সাগর (২০) কে চট্টগ্রাম থেকে গ্রেফতার করেছে র‌্যাব-১ ও র‍্যাব-৭।

নিজস্ব প্রতিবেদক

পারিবারিক কলহের জেরে আপন ভাই কর্তৃক তুরাগ থানার চাঞ্চল্যকর জলিল হত্যা মামলার অন্যতম পলাতক আসামি সাগর (২০) কে চট্টগ্রাম থেকে গ্রেফতার করেছে র‌্যাব-১ ও র‍্যাব-৭। গত ০৬/১২/২০২৪ তারিখ জমি সংক্রান্ত বিরোধের জের ধরে আপন ভাই বিবাদী জসিম ও সাগর ভিকটিম আব্দুল জলিল’কে তুরাগ থানাধীন বামনারটেক, রমজান মার্কেট, আরমান জুয়েলার্স এর সামনে ফোন করে আসতে বলে। ভিকটিম ঘটনাস্থলে পৌঁছালে বিবাদীদ্বয় তাদের হাতে থাকা ধাঁরালো ছুরি দ্বারা ভিকটিমকে গুরুত্বর রক্তাক্ত জখম করে। ভিকটিমের স্ত্রী ও স্থানীয় লোকজনের সহায়তায় ভিকটিমকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ভিকটিম জলিল’কে মৃত ঘোষনা করেন। অতঃপর ভিকটিমের স্ত্রী বাদী হয়ে তুরাগ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। উক্ত হত্যাকান্ডের ঘটনায় আসামীদের গ্রেফতারের জন্য র‌্যাব-১ এবং র‌্যাব-৭ যৌথ ভাবে ছায়াতদন্ত শুরু করে।
 
এরই ধারাবাহিকতায় অদ্য ২১ ডিসেম্বর ২০২৪ ইং তারিখ র‌্যাব-১ ও র‍্যাব-৭ এর যৌথ আভিযানিক দল  তুরাগ থানার মামলা নং-১২, তারিখঃ-০৭/১২/২০২৪ খ্রিঃ, ধারাঃ ৩০২/৩২৬/৩৪ পেনাল কোড এর এজাহার নামীয় আসামী মোঃ সাগর (২০), পিতা-মোঃ নূর মোহাম্মদ, মাতা-মোছাঃ জরিনা বেগম, সাং-নিশ্চিন্তপুর, পো-রায়গঞ্জ, থানা-রায়গঞ্জ, জেলা-সিরাজগঞ্জ’কে আনুমানিক ১৯০০ ঘটিকায় বায়েজিদ বোস্তামি থানা এলাকা, চট্টগ্রাম থেকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।




 

নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ