ঢাকা , রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪ , ৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

কুমারখালীতে গাছ কাটাকে কেন্দ্র করে চাচাতো ভাইয়ের হাতে আরেক চাচাতো ভাই খুন


আপডেট সময় : ২০২৪-১২-২১ ২১:২৪:০৮
কুমারখালীতে গাছ কাটাকে কেন্দ্র করে চাচাতো ভাইয়ের হাতে আরেক চাচাতো ভাই খুন কুমারখালীতে গাছ কাটাকে কেন্দ্র করে চাচাতো ভাইয়ের হাতে আরেক চাচাতো ভাই খুন


রফিকুল ইসলাম, কুষ্টিয়া প্রতিনিধি :
কুষ্টিয়ার কুমারখালীতে গাছ কাটাকে কেন্দ্র করে চাচাতো ভাইয়ের আঘাতে খুন হয়েছেন মিন্টু আলী (৪৫) আরেক চাচাতো ভাই। শনিবার(২১ ডিসেম্বর) দুপুরের দিকে উপজেলার কয়া ইউনিয়নের গট্টিয়া গ্রামে এঘটনা ঘটেছে। নিহত মিন্টু কুষ্টিয়ার কুমারখালী উপজেলার কয়া ইউনিয়নের গট্টিয়া গ্রামের মৃত এহের আলীর ছেলে। 

জানা গেছে, বাড়ির সীমানায় কাঁঠাল ও সজিনা গাছ নিয়ে ঝন্টু ও মিন্টু নামের দুই চাচাতো ভাইয়ের মধ্যে দীর্ঘদিন বিরোধ চলে আসছিলো। শনিবার দুপুরে ঝন্টু আলী গাছ দুটি কাটতে গেলে তার চাচাতো ভাই মিন্টু বাধা প্রদান করেন। এসময় ঝন্টু তার চাচাতো ভাই মিন্টুর শরীরের সংবেদনশীল জায়গায় আঘাত করলে মিন্টু গুরুতর আহত হন। পরবর্তীতে মিন্টুকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 
এ বিষয়ে কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোলাইমান শেখ জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনী প্রক্রিয়া চলমান রয়েছে।


 

নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ