ব্রাহ্মণপাড়ায় পাঁচ দিনেও খোঁজ মিলেনি নিখোঁজ সোহাগের
আপডেট সময় :
২০২৪-১২-২১ ২১:০১:৪১
ব্রাহ্মণপাড়ায় পাঁচ দিনেও খোঁজ মিলেনি নিখোঁজ সোহাগের
মোঃ অপু খান চৌধুরী: কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় সোহাগ মিয়া নামের এক যুবক নিখোঁজ হয়েছে। নিখোঁজ হওয়ার পাঁচ দিনেও তার সন্ধান মিলেনি। এ দিকে ছেলের খোঁজ না পেয়ে বৃদ্ধা মায়ের আর্তনাদে ভারি হয়েছে পরিবেশ। গত (১৭ ডিসেম্বর) সকালের দিকে উপজেলার মাধবপুর ইউনিয়নের জামতলী এলাকা ( তার নিজ বাড়ি ) থেকে সে নিখোঁজ হয়। নিখোঁজ হওয়ার পর তাকে স্বজনরা আত্মীয়স্বজনের বাড়িসহ বিভিন্ন জায়গায় খোঁজ করেও তার কোনো সন্ধান পাননি। নিখোঁজ সোহাগ মিয়া (২২) উপজেলার মাধবপুর ইউনিয়নের জামতলী এলাকার মোহন মিয়া বাড়ির মৃত সুলতান আহমদ এর ছোট ছেলে ।
সোহাগ মিয়া বাড়ি থেকে সকালে কসবা যাওয়ার উদ্দেশ্য বের হয়ে যাওয়ার পর থেকে তার ব্যবহৃত মুঠোফোনটি বন্ধ রয়েছে। এ ব্যপারে সোহাগ মিয়ার বড় বোন মোসাম্মদ স্বপ্না আক্তার গতকাল ২১ ডিসেম্বর (শনিবার) ব্রাহ্মণপাড়া থানায় একটি সাধারণ ডায়েরি করেন। এ ব্যপারে সাধারণ ডায়েরির তদন্তকারী অফিসার এসআই শিশির ঘোষ বলেন, আমরা হারানো সংবাদের সাধারণ ডায়েরি নিয়ে কাজ করছি অচিরেই সব তথ্য জানতে পারবো। নিখোঁজ সোহাগ মিয়া গায়ের রং ফর্সা, স্বাস্থ্যবান, মুখমণ্ডল গোলাকার মাথার চুল কালো ও বড় চোখের বর্ণ কালো, উচ্চতা আনুমানিক ৫ ফুট ৫ ইঞ্চি। নিখোঁজ হওয়ার সময় তার পরনে ছিল গোলগলা ফুলহাতা গেঞ্জি কালো পেন্টে এবং হাফহাতা কাল জেকেট। যদি কোনো হৃদয়বান ব্যক্তি তার সন্ধান পান তাহলে উপরোক্ত ঠিকানায় বা নিচের মোবাইল নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল নাম্বার: ০১৮৬২৮১১৩০৬
নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin
কমেন্ট বক্স