ঢাকা , রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪ , ৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

ব্রাহ্মণপাড়ায় বেপরোয়া ট্রাক্টার কেড়ে নিলো কলেজ ছাত্রের প্রাণ


আপডেট সময় : ২০২৪-১২-২১ ২০:৫১:২৪
ব্রাহ্মণপাড়ায় বেপরোয়া ট্রাক্টার  কেড়ে নিলো  কলেজ ছাত্রের প্রাণ ব্রাহ্মণপাড়ায় বেপরোয়া ট্রাক্টার কেড়ে নিলো কলেজ ছাত্রের প্রাণ


মোঃ অপু খান চৌধুরী: কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় বেপরোয়া ট্রাক্টারের গতি কেরে নিলো সজীব সরকার (২০) নামে এক কলেজ ছাত্রের প্রাণ। গতকাল শনিবার  (২১ ডিসেম্বর) বিকালে 
 উপজেলার চান্দলা ইউনিয়নের চান্দলা তাল্লুকপাড়া মসজিদে সামনে বেপরোয়া ট্রাক্টরের চাপায় তার মৃত্যু হয়। মৃত্যু সজীব সরকার চান্দলা পদুয়া এলাকার আবুল কাশেম এর ছেলে। এছাড়া ট্রাক্টরের চাপায় আরও ১ জন আহত হয়। 

 স্থানীয়রা ও পারিবারিক সূত্রে জানা যায়, উপজেলার চান্দলা থেকে ব্রাহ্মণপাড়াগামী একটি অবৈধ বেপরোয়া গতির টাক্ট্রর তাল্লাকপাড়া মসজিদে সামনে কলেজ ছাত্র সজীব কে চাপা দেয়। ঘটনাস্থলে সজীব মারা যায়। সজীব চান্দলা করিম বক্স উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের একাদশ শ্রেণির ছাত্র ছিল। 

 এসময় ট্রাক্টরের চাপায় ব্রাহ্মণপাড়া উপজেলার চান্দলা চারীপাড়া গ্রামের সিদ্দিক মিয়ার ছেলে অটোরিকশা চালক রমজান আহত হয়। আহত রমজানকে এলাকাবাসী ঘটনার স্থান থেকে উদ্ধার করে ব্রাহ্মনপাড়া স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করে।

এসময় উৎসুক জনতা ঘাতক ডাইভার ও টাক্ট্ররটি আটক করে।  খবর পেয়ে ব্রাহ্মণপাড়া থানার অফিসার ইনচার্জ মোঃ দেলোয়ার হোসেন সঙ্গীয় ফোর্স সহ ঘটনার স্থলে উপস্থিত হয়। তিনি বলেন অভিযোগ দিলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। তার মৃত্যুর খবর শুনে এলাকায় শোকের ছায়া নেমে আসে।


 

নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ